24-10-2023, 05:00 PM
(23-10-2023, 04:39 PM)Arpon Saha Wrote: Hi বাবান দাদা কেমন আছেন? আপনার লেখা অভিশপ্ত সেই বাড়িটা এবং উপভোগ এই গল্প দুটি ভুলতেই পারছি না। প্লিজ এরকম গল্প নিয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন প্লিজ প্লিজ প্লিজ
পথিকের কাজই তো রাস্তায় হাঁটা। সেই ভাবেই হেঁটে আমরা সবাই এগিয়ে চলেছি। তাই এটাই বলবো যে - চলছে।
আপনাদের অনেকেরই যে আমার লেখা ওই গল্প গুলো মনে রয়ে গেছে এটাই তো আমার কাছে লেখক হিসেবে শ্রেষ্ঠ প্রাপ্তি। কিন্তু ভালো লাগার জিনিস যদি বারবার ফিরে ফিরে আসে তবে তার মূল্য কমতে থাকে। তাছাড়া এই মুহূর্তে অমন বড়ো কিছু লেখা আর হবে বলে মনে হয়না। আমার অন্যান্য ছোট বড়ো গল্প গুলো পড়ে দেখুন। যাত্রাপথে পাঠক হিসেবে পাশে দাঁড়ানোর জন্য আপনাদের ধন্যবাদ। শুভ বিজয়া