24-10-2023, 09:46 AM
বুম্বা, এ কেমন অভিমান তোমার? কত না সূর্যোদয়, কত সূর্যাস্ত বিলীন হলো অনন্তে, অথচ ভীষণ নির্বাক তুমি। তোমার ঠোঁটে একটিবারও ঝলসে উঠছে না চিরচেনা সেই মধুর হাসি। প্রিয় বুম্বা, তোমার নীরবতার এমন কনকনে শীত আর সইতে পারছি না আমরা। তোমার উপস্থিতির জন্যে বড় তৃষ্ণার্ত এই ফোরামের চার দেওয়াল, তোমার পাঠককুল। আর কত হিমযুগ তুমি ঢেলে দেবে তাদের দিকে? কোন উষ্মায়? কোন একরোখা অভিমানে? ভাবতেই পারি না, এতদিন তুমি এভাবে থাকবে এমন নীরবতা ভালোবেসে। মনে হয় যেন কত শতাব্দী কেটে গেছে। চর্যাপদের হরিণ আর ইয়েটস-এর রাজহাঁস তোমার শিয়রে এসে দাঁড়িয়েছে, ওদের কি অভ্যর্থনা জানাবে না তুমি? সস্নেহে বাড়িয়ে কি দেবে না হাত? ওঠো বুম্বা, জাগো, সময় যে বয়ে যায়! ফিরে এসো নিস্তব্ধ কুয়াশাচ্ছন্ন প্রান্তর থেকে, ফিরে এসো তোমার পাঠকবন্ধুদের উষ্ণ আলিঙ্গনে। চেয়ে দেখো, কী ব্যাকুল দৃষ্টিতে তারা অষ্টপ্রহর তাকিয়ে রয়েছে তোমার ফেরার অপেক্ষায়। কুয়াশার জাল ছিঁড়ে উঠে পড়ে, আনন্দের ঝর্ণাধারা বইয়ে দাও নিরানন্দ এই ফোরামে।