23-10-2023, 07:27 PM
(20-10-2023, 01:40 AM)yellowlever Wrote: কাজের মেয়ে মিনতি কি বাংলায় এমএ? অর্গল টর্গল বলছে? বলা যায় না। বাংলায় এমএ যদি চিড়িয়াখানায় বাঘ সাজতে পারে, তো কাজের মেয়ে হতে দোষ কি?
বাংলায় এম.এ. নয় সেটাই বা বলি কী করে? মিনতি সম্পর্কে গল্পে তো এত ইনফর্মেশন দেওয়া হয় নি। শুধু বলা হয়েছে যে লকডাউনে সে বাসায় কাজের মেয়ে হিসাবে এসেছে। তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু বলা হয়নি। আর অর্গল এমন কোন জটিল শব্দ অপ্রচলিত শব্দ নয় যে সেটা জানতে গেলে এম এ করতে হবে। মিনতি গল্পে ফকিরের কথা উল্লেখ করেছে, তাই ফকির যেভাবে কথা বলে তারই পুনরাবৃত্তি করবে সেটা অবচেতনে ঘটে এবং এটাই স্বাভাবিক তাই না। সঙ্গে থাকুন। গল্প যত এগোবে বুঝতে পারবেন সব।