Thread Rating:
  • 24 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Incest ছোট ছোট গল্পঃ [নষ্টামি নয় অল্প] "সোহিনীর সংসার" সমাপ্ত
#25
(22-10-2023, 11:10 AM)123@321 Wrote: ... ... ...  


"আমি তো আর চাকরি করি না, দোকান সামলাতে হয়। ভরদুপুরে দোকান ছেড়ে বাড়িতে থাকলে সংসার চলবে না। কে কখন বাড়িতে আসছে, কি করছে জেনে আমি কি করবো? তোমার মত সেজেগুজে ঘরে বসে থাকলে আমার চলবে না। রোজগার করতে হলে বুঝতে। সারাদিন কাজ করে আসার পরে এসব শুনতে ভালো লাগে না। কি ভাগ্য আমার, নিজের বউ বরের অবস্থা বোঝেনা। "

সোহিনী নিস্পলকে বরের দিকে তাকিয়ে আছে। পুরুষ মানুষ কেন এতো আত্মকেন্দ্রিক হয়।

এই আঘাতটাই হয়তো গল্পেকাহিনীতে সেই দৈবিক মোচড়... যা সোহিনীর বর্তমান সময়ে ভেতরের frustration-গুলোকে আরো উজ্জীবিত করবে, যা থেকে কোথাও একটা sexual tension গড়ে ওঠার সম্ভাবনাকে অনেক অনেক বাড়িয়ে দিতে পারে. দেখা যাক, তা সোহিনীকে কোন স্রোতে ঠেলে দেয় ... কেননা স্বামীর এই ধরণের আচরণে ওর প্রতি ওর মনে একটা অভিমান জমে ওঠা অস্বাভাবিক কিছু নয়, যা কিছুটা হলেও তাদের মধ্যে কোথাও একটা দূরত্ব তৈরী করে দিতে পারে, ওর স্বামীকে ওর মনে কিছুটা দূরে ঠেলে দিতে পারে যা পক্ষান্তরে সোহিনীকেই দুর্বল করতে পারে. 

master stroke, অতসী...

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
প্রসঙ্গান্তরে, কোনো না কোনো ভাবে সোহিনী বা সোহিনীর বর আমাদের প্রত্যেকের বাস্তব জীবনের রূপক. আমরা কতো সহজেই judgemental হয়ে পড়ি, প্রতিপক্ষের পুরো কথা না শুনেই, এতোটাই আমরা অধৈর্য্য.

সোহিনীর বর ওর পুরো কথা না শুনেই ওকে দু'একটা চোখা চোখা কথা শুনিয়ে দিলো. ওর আরো সহমর্মী হওয়ার প্রয়োজন ছিলো. ওদের পারিবারিক বিধিনিষেধই সোহিনীর রোজগারের পথে অন্তরায়. সে সম্পর্কে ও নিশ্চয় অবহিত. একথা জানার পরও ওর এরকম ভাবে আঘাত করাটা ঠিক হয়নি. কিন্তু এটাও ঠিক যে, সোহিনীর ওই সময়ের মানসিক অবস্থা কি রকম ওর বরের কোনো ধারণা না থাকাই স্বাভাবিক, অন্তর্যামী তো নয়. ওর বরের কিছুটা ধৈর্য্য ধরে শোনা উচিৎ ছিলো.

আবার এটাও তো হতে পারে, ওর বর নিজের ব্যবসা-জীবিকা নিয়ে খুশী নয়, হতাশায় ভুগছে, কখনও হয়তো এ নিয়ে খোলামেলা ভাবে আলোচনা করেনি. পারিবারিক চাপে নিজের ঘাড়ে দায়িত্ব তুলে নিয়েছে, মুখ বুঁজে দায়িত্ব পালন করে চলেছে. আবার এটাও হতে পারে, ওই দিনটা ওর ষ্টুডিওতে সত্যিই খুব খারাপ গেছে. There are bad days, in any profession, in any trade; not every day is the same. সোহিনী কতো সহজে নিজের মনেই বরকে আত্মকেন্দ্রিক ভেবে নিলো. আবার এটাও ঠিক যে, সোহিনীর জানার কথা নয় ওর বরের দিনটা কেমন গিয়েছিলো সেদিন. সোহিনীর কিছুটা ধৈর্য্য ধরে আরো কিছুটা জানার পরই কোনো ধারণায় পৌঁছানো উচিৎ ছিলো.

আসলে আমাদের প্রত্যেকেই কোনো না কোনো ভাবে সোহিনী বা সোহিনীর বর. আমরা সবাই নিজেদের পরিস্থিতির সঙ্গে লড়াই করে চলেছি. আমাদের মধ্যে এমন কেউ নেই যে যার মন ক্ষত-বিক্ষত নয়; তাই আমরা কতোটাই বা ধৈর্য্য ধরবো, তাই অনেক সময় আর থাকতে না পেরে আমরা আমাদের নিজেদের আপনজনকে আঘাত করে বসি. সে থেকে আমাদের মধ্যে অভিমান জমা হতে থাকে, মনের দূরত্ব বাড়তে থাকে, এর থেকে অনেক সময় সম্পর্কটাই ভেঙ্গে পড়ে. 'অন্তহীন' ছবিতে একটা খুব সুন্দর কথা রয়েছে; অভীক (রাহুল বোস) পারোকে (অপর্ণা সেন) বলে, "তোমাদের মধ্যে অভিমান জমে জমে পাহাড় হয়ে গেছে, পারোদি."

তাই আমি যেটা বলতে চাইছি, তা হলো, অনেক সময় শুধু মাথা ঠান্ডা রেখে ধৈর্য্য ধরে শুনে অনেক সমস্যার সমাধান করা যায়, বিশেষ করে যেখানে মনের সম্পর্ক রয়েছে সেখানে এর গুরুত্ব অপরিসীম. In short, communication is the key. কিন্তু ধৈর্য্য ধরাটাই মুশকিল. এই কারণেই বলা হয়ে থাকে, সহিষ্ণুতা একটি মহৎ গুণ.

কার এতো ধৈর্য্য রয়েছে. আমরা সবাই যে আহত. আর আমাদের অহং বোধ এতো বিশাল যে আমরা বলতে চাইলে বলতে পারি না, পাছে একে আমাদের দুর্বলতা ভেবে নেওয়া হয়. আর কিছু লোক তো রয়েছেই যারা অন্যের দুর্বলতার সুযোগ নিতে পারদর্শী. সেই ভয়ও রয়েছে. 

এই dotted line এর মাঝের কথাগুলো এক ধরণের পাগলের প্রলাপ.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

অতসী, গল্পের build up-টা খুব সুন্দর হচ্ছে. এই dotted line-এর মাঝের কথাগুলোর সঙ্গে তোমার প্লটটাকে গুলিয়ে ফেলো না. তুমি তোমার মতো flow-টাকে বজায় রাখো. মানে সোহিনীর বর সত্যিই আত্মকেন্দ্রিকের মতো ব্যবহার করেছে, যেটা এখনও পর্যন্ত গল্পের কাহিনীতে ওঠে এসেছে. আগামীতে কি হয় জানার জন্য সাগ্রহে অপেক্ষা করছি.

শুভ মহানবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইলো.  
[+] 1 user Likes ray.rowdy's post
Like Reply


Messages In This Thread
RE: ছোট ছোট গল্পঃ (কোনো গল্পঃ অসমাপ্ত থাকবেনা) - by ray.rowdy - 23-10-2023, 05:06 AM



Users browsing this thread: 3 Guest(s)