23-10-2023, 03:08 AM
(22-10-2023, 01:25 AM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: অবশ্যই অবশ্যই। সাগ্রহে যে অপেক্ষা করিতেছেন তাহা বলিবার অপেক্ষা রাখে না। ভুল ধরিতে ধরিতে একদিন ঠিক ধরিয়া ফেলিবেন।
শুভ মহাসপ্তমী রাউডি সাহেব। মহামায়ার আশীষ আপনারে সর্ব্বদা হাসি খুশীতে রাখুক ইহাই কামনা রহিল।
আমি কেন ভদ্রমহিলাকে ধরতে যাবো শুনি... ভদ্রমহিলা মেরেকেটে পঁচিশ-ছাব্বিশ হবে, যদি জমাতে হয় তবে আমি ওনার দিদিদেরও দিদি-বয়সীদের মানে মধ্যত্রিশবর্ষীয়াদের সঙ্গে 'পীরিত' জমাতে বেশী উৎসাহী, সে আমার বয়সের সঙ্গে মানানসই হবে. বরঞ্চ তোমাদের বয়সী খোকাবাবুরাই ঠিক আছো এই খুকুমণির সঙ্গে ভাব জমানো-আড়ি দেওয়া খেলা খেলার জন্য. আমি ধরতে গেলে লোকে বলবে "বুড়াকালে ভীমরতি" ধরেছে, আর 'বৃদ্ধস্য তরুণী প্রিয়া'র গঞ্জনা সইবার তিলপরিমাণমাত্রও ইচ্ছা আমার নেই - নইলে 'গঞ্জনার গ্রাস থেকে নিস্তার পাইবার জন্য গঞ্জিকার আশ্রয় নিতে হইবে'.
শুভ মহানবমীর শুভেচ্ছা রইলো, অনুজ.