23-10-2023, 03:08 AM
(22-10-2023, 01:25 AM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: অবশ্যই অবশ্যই। সাগ্রহে যে অপেক্ষা করিতেছেন তাহা বলিবার অপেক্ষা রাখে না। ভুল ধরিতে ধরিতে একদিন ঠিক ধরিয়া ফেলিবেন।![]()
শুভ মহাসপ্তমী রাউডি সাহেব। মহামায়ার আশীষ আপনারে সর্ব্বদা হাসি খুশীতে রাখুক ইহাই কামনা রহিল।
আমি কেন ভদ্রমহিলাকে ধরতে যাবো শুনি... ভদ্রমহিলা মেরেকেটে পঁচিশ-ছাব্বিশ হবে, যদি জমাতে হয় তবে আমি ওনার দিদিদেরও দিদি-বয়সীদের মানে মধ্যত্রিশবর্ষীয়াদের সঙ্গে 'পীরিত' জমাতে বেশী উৎসাহী, সে আমার বয়সের সঙ্গে মানানসই হবে. বরঞ্চ তোমাদের বয়সী খোকাবাবুরাই ঠিক আছো এই খুকুমণির সঙ্গে ভাব জমানো-আড়ি দেওয়া খেলা খেলার জন্য. আমি ধরতে গেলে লোকে বলবে "বুড়াকালে ভীমরতি" ধরেছে, আর 'বৃদ্ধস্য তরুণী প্রিয়া'র গঞ্জনা সইবার তিলপরিমাণমাত্রও ইচ্ছা আমার নেই - নইলে 'গঞ্জনার গ্রাস থেকে নিস্তার পাইবার জন্য গঞ্জিকার আশ্রয় নিতে হইবে'.
শুভ মহানবমীর শুভেচ্ছা রইলো, অনুজ.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)