23-10-2023, 02:45 AM
(22-10-2023, 01:21 AM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে...
ইহা সত্ত্য মহাবীর্য্যের পূর্ব্বাশ্রমের নাম রাজেশ ছিল এবং স্বর্ণপুষ্প তাহার বড়ই প্রিয়
অদ্যও তাহাই আছে। তবে এখন বয়স হইয়াছে। গসিপে এক বৎসরকাল আগমণ হইয়া গেল। পূর্ব্বের প্রগলভতা অদ্য দেখান সম্ভবপর নহে। প্রবীণতা যোগ হইয়াছে কী না! উপরন্তু রাজেশ মহাশয়কে অতসী দেবী বিস্মৃত হইয়াছেন। তাই নাচিতে চাহিলেও উঠানে নামিতেছি না।
কিন্তু রাউডি সাহেব বটতলায় বসিয়া চতুর্দিকে নজর রাখিতেছেন কীরূপে আষাঢ়ে গপ্পের বিনাশে তাহা ভুলিয়া গিয়াছিলাম। অদ্য ফের স্মরণে আসিল, কবর খুঁড়িয়া অতীতের চাবিকাঠি খুঁজিয়া বাহির করিতে তাহার জুড়ি নাই।
আ মলো, আমি কেন সাধু হতে যাবো... আমি কোনো সাধু নই, আমি হ'লাম গিয়ে নিতান্তসাধারণ মনুষ্যরূপী হুতোম প্যাঁচা... মাঝে মাঝে চোখ খুলে চারদিকে একবার মাথা ঘুরিয়ে পিট পিট করে তাকাই, যা নজরে এলো এলো, যা এলো না এলো না.
আর কি বলছিলে, স্বর্ণপুষ্প তোমার বড়োই প্রিয়... তা সে কেমন ধারা, শুনি... শাহজাহান বাদশাহের 'ন্যায় হাতে একখান স্বর্ণপুষ্প লইয়া তাহার প্রতি সপ্রেমে দৃষ্টিপাত করা' এবং কিছুক্ষণ পরে পরে গন্ধ শুঁকে চুমু খাওয়া আর মাঝে মাঝে ফুলের নাম নিয়ে মনের ব্যথায় ফুলের নাম নিয়ে চেঁচামেচি করা... এমন ধারা বুঝি !?
প্রসঙ্গান্তরে, অতসী দেবী রাজেশ মহাশয়কে বিস্মৃত হলেও দেবী নাকি নাচ জানেন না... তুমি বললে বাছা যে 'নাচিবার' ইচ্ছা তোমার রয়েছে, এই কথা জানার পর তবে কি দেবীর নাট্যাচার্য্যের পদের জন্য আবেদন করতে চলেছো নাকি ?