22-10-2023, 01:21 AM
(21-10-2023, 11:11 AM)ray.rowdy Wrote:এই ব্যাটাই... এই ব্যাটাই বলেছিলো, এর "পূর্ব্বাশ্রমের নাম রাজেশ..." আর স্বর্ণপুষ্প নাকি ওনার অতি প্রিয়... ছোঁড়া chance-এ dance করার না হোক কম করেও উঠোনে নামার সুযোগ খোঁজার ফিকিরে তো ছিলোই ছিলো.
তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে...
ইহা সত্ত্য মহাবীর্য্যের পূর্ব্বাশ্রমের নাম রাজেশ ছিল এবং স্বর্ণপুষ্প তাহার বড়ই প্রিয়
অদ্যও তাহাই আছে। তবে এখন বয়স হইয়াছে। গসিপে এক বৎসরকাল আগমণ হইয়া গেল। পূর্ব্বের প্রগলভতা অদ্য দেখান সম্ভবপর নহে। প্রবীণতা যোগ হইয়াছে কী না! উপরন্তু রাজেশ মহাশয়কে অতসী দেবী বিস্মৃত হইয়াছেন। তাই নাচিতে চাহিলেও উঠানে নামিতেছি না।
কিন্তু রাউডি সাহেব বটতলায় বসিয়া চতুর্দিকে নজর রাখিতেছেন কীরূপে আষাঢ়ে গপ্পের বিনাশে তাহা ভুলিয়া গিয়াছিলাম। অদ্য ফের স্মরণে আসিল, কবর খুঁড়িয়া অতীতের চাবিকাঠি খুঁজিয়া বাহির করিতে তাহার জুড়ি নাই।