22-10-2023, 12:42 AM
অতসী, খুব সুন্দরভাবে গল্পটা শুরু করেছো, setting-টা দারুণ. কিন্তু কয়েকটা বিষয়ে ব্যাখ্যা না হোক, কিছুটা হলেও গৌরচন্দ্রিকার প্রয়োজন রয়েছে - বিশেষ করে, যখন (রক্ষণশীল পরিবারে) ভাশুর আর ভাদ্রবউয়ের মধ্যেকার এই ধরণের chemistry রয়েছে. গল্পে এখন পর্যন্ত যতোটা তাদের মধ্যে কথাবার্তা হয়েছে, তা থেকে কেন জানি মনে হয়েছে বিয়ের অনেক আগে থেকেই তাদের মধ্যে চেনা-শোনা - ভাদ্রবউ সিগারেট টানতো আর ভাশুর সেটা জানে আর offer-ও করে; ভাশুর ভাদ্রবউকে 'তুই' বলে সম্বোধন করে, গাল টিপে দেয়, থুতনিতে ধরে কানের কাছে চুল ঠিক করে দেয় !!! এই ভাবে ধরা-ছোঁয়া নিজের দাদা হলে, বা নিদেনপক্ষে বন্ধু হলে একটা কথা ছিলো... কিন্তু ভাশুর !!! যদি না তাদের মধ্যে বিয়ের আগে থেকেই একটা বন্ধুত্ব, আরো স্পষ্টভাবে বলতে গেলে প্রেম-ভালোবাসার সম্পর্ক থেকে থাকে. কিন্তু ভাশুর ওর স্বামী থেকে তিন বছরের বড়ো, তো সেই হিসেবেই ওর থেকেও কম করে তিন বছরের বড়ো তো হবেই. ওরা ক্লাসমেট হতে পারেই না যে তাদের মধ্যে এই ধরণের rapport ছিলো যে এইভাবে ধরা-ছোঁয়াটা স্বাভাবিক. আর এর বাইরে যদি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো, তো দাদার প্রেম ছোটো ভাইয়ের কাছে অজানা রয়ে গেছে সেটা আজকের সময়ে ভাবা যায় না, যখন হাতে হাতে মোবাইল (হোয়াটস অ্যাপ ব্যবহার করে - উল্লেখ করেছো). তাই তাদের মধ্যে এই ধরণের রসায়নের অস্তিত্বের পেছনের কারণ সম্পর্কে কিছুটা আলোকপাত করার প্রয়োজন রয়েছে.
অতসী ম্যাম, আপনার লেখার হাত দারুণ, আপনি অনেক প্রতিশ্রুতিসম্পন্না লেখিকা. কিন্তু আপনাকে আপনার প্রথম লেখা "একাকী ভ্রমণ"-এর influence বা shadow থেকে বেরিয়ে আসতে হবে, বিশেষ করে গল্পের চরিত্রগুলোকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে, আরো স্পষ্টভাবে বলতে গেলে character-গুলোর arc বা কিছুটা mannerism. আপনার ওই গল্পের চরিত্রগুলো আলাদা ছিলো, এই চরিত্রগুলো আলাদা. স্রষ্টা হিসেবে আপনাকে এটা বুঝতে হবে প্রত্যেকটা character, তাদের মধ্যে অল্প-বিস্তর মিল-সাদৃশ্য থাকতেই পারে, কিন্তু আদতে unique, যেমন আমরা প্রত্যেকেই unique.
তোমার লেখা যতোই ভালো হতে থাকবে, ততোই তোমার ছোটো ছোটো ভুলগুলো চোখে বিঁধতে শুরু করবে.
খুব সুন্দরভাবে শুরু করেছো. পরবর্তী পর্বের সাগ্রহ-অপেক্ষায় রয়েছি.