22-10-2023, 12:25 AM
নতুন আরেকটা মাস্টারপিস হতে যাচ্ছে এই গল্পটা। ঝড়ঝড়ে লেখা, এক নিমেষেই পড়ে ফেলা যায়।
হেনরিদার গল্প মানেই আলাদা কিছু। দারুণ একটা সূচনা.. সুন্দর একটা প্লট.. রমাকে লেখক কোন দিকে নিয়ে যান, সেটাই দেখার অপেক্ষায়। আশা করি আগের গল্পের মূল চরিত্র কাবেরী বা সোমার চেয়ে আরও আকর্ষণীয় রূপে ফুটে উঠবে এ গল্পের রমা।
জানি অনেক ব্যস্ততার মাঝে সময় বের করে লিখেন, তাও অনুরোধ থাকবে পুজোর মাঝেই আরও কয়েকটা পর্ব দিয়ে অনেকটা এগিয়ে নিতে। পুজোর ছুটিটা একদম জম্পেশ কাটবে নতুন এই মাস্টারপিস পড়ে। সময় বের করা সম্ভব হলে এক-দুটা চিত্র সহ আপডেটও দেয়ার রিকুয়েস্ট করে গেলাম।
শারদীয় শুভেচ্ছা হেনরিদা ও তার পাঠককুলকে।
হেনরিদার গল্প মানেই আলাদা কিছু। দারুণ একটা সূচনা.. সুন্দর একটা প্লট.. রমাকে লেখক কোন দিকে নিয়ে যান, সেটাই দেখার অপেক্ষায়। আশা করি আগের গল্পের মূল চরিত্র কাবেরী বা সোমার চেয়ে আরও আকর্ষণীয় রূপে ফুটে উঠবে এ গল্পের রমা।
জানি অনেক ব্যস্ততার মাঝে সময় বের করে লিখেন, তাও অনুরোধ থাকবে পুজোর মাঝেই আরও কয়েকটা পর্ব দিয়ে অনেকটা এগিয়ে নিতে। পুজোর ছুটিটা একদম জম্পেশ কাটবে নতুন এই মাস্টারপিস পড়ে। সময় বের করা সম্ভব হলে এক-দুটা চিত্র সহ আপডেটও দেয়ার রিকুয়েস্ট করে গেলাম।
শারদীয় শুভেচ্ছা হেনরিদা ও তার পাঠককুলকে।