21-10-2023, 11:21 PM
পাঠকের কাছে নিবেদন: 'পদ্ম নাগের বিষ' একটি কঠোর ভাবে প্রাপ্তবয়স্কদের জন্য উপন্যাস। এই উপন্যাসের পরতে পরতে থাকবে নানা মোড়, টানটান যৌন উত্তেজনা, নারী-পুরুষের মনোদৈহিক সম্পর্ক। এই উপন্যাসের চরিত্রগুলি নানা বয়সের হলেও, যৌনতা বিষয়ে কেবল প্রাপ্তবয়স্ক চরিত্রগুলিকেই অংশ নিতে দেখা যাবে। এটি একটি ইরোটিকা সাহিত্য। কাজেই শুধুই যৌনতা কেন্দ্রিক এই উপন্যাস যেমন নয়, তেমন যৌনতাই উপন্যাসের প্রধান উপজীব্য। সহজ সরল ভাষায় এটি যেমন ত্রুটিমুক্ত সাহিত্যগুন সম্পন্ন নয়, তেমন চটি ধরনের আলগা লেখাও নয়। এখানে বর্ণ, জাতি সত্বা কিংবা অন্ধবিশ্বাসের বিষয়গুলি মূলত গল্পের প্রয়োজনে রয়েছে। এগুলিকে প্রশ্রয় দিতে নয়। এই উপন্যাসে যে গ্রাম্য ভাষা ও বিভিন্ন জায়গার ভৌগলিক অবস্থান সম্পর্কে বলা হয়েছে তা নির্ভুল নয়, বাস্তবের সাথে মিল রেখে কল্পিত। সবশেষে যাদের এই উপন্যাস ভালো লাগবে তারাই কেবল পড়বেন, অন্যথায় বিতর্ক সৃষ্টি না করে এড়িয়ে যাবেন। ধন্যবাদ।