21-10-2023, 11:11 AM
(20-10-2023, 08:41 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote:রেপুটেশন ঘাঁটিতে গিয়া নজরে আসিল আপনি আমার "বৌদির চুমু-হামি" গল্পখানি পাঠ করিয়া বড় তৃপ্তি পাইয়াছিলেন। অদ্য মহাষষ্ঠীর দিনে সে কাহিনী সমাপ্ত হইল। যদি সময় বাহির করিয়া কিঞ্চিৎ পড়িতেন, খুশী হইতাম।
আমি ভাবিয়াছিলাম আপনি সেই প্রথম কাহিনীর পরে আর লিখালিখি সেইরূপ করেন নাই। আজ আসিয়া দেখিলাম ক্ষুদ্র ক্ষুদ্র বেশ কয়েকটি গল্প লিখিয়াছেন। প্রত্যেকটি গল্পই সুন্দরভাবে উপস্থাপন করিয়াছেন। ভাল লাগিল ধীরে ধীরে যৌনতা বিষয়ে লজ্জ্বা কাটাইয়া লিখিতেছেন।
সোহিনীর সংসার কাহিনী প্রসঙ্গে বলি, কাহিনীর প্রারম্ভ হইতে যতদূর অবধি কাহিনী আগুয়ান হইয়াছে তাহাতে এই কাহিনীকে প্রেম পর্যায়ে ফেলিলে উচিৎ হইবে। তবে নিছক শরীরী প্রেম না রাখা বাঞ্ছনীয় বিশেষতঃ অম্লানের মধ্যে একধরণের ঔদার্য্য রহিয়াছে, বৃষ্টিতে নাচ, বনেদী বাড়ীর বউ হিসাবে নহে, বরং সোহিনী সোহিনীর পরিচয়ে থাকুক প্রভৃতি কথায় তাহাকে এক মুক্তমনা পৌরুষের অধিকারী বলিয়াই মনে হইতেছে। রক্ষণশীলা পরিবারে ফাঁসিয়া যাওয়া এক বিহঙ্গ সোহিনীর খাঁচামুক্তি ঘটুক অম্লানের হাত ধরিয়া। তবে শেষ সিদ্ধান্ত আপনারে লহিতে হইবে অতসী। ইহা আপনার কাহিনী, কোন পথে নদী বহিবে সেই খাত আপনাকেই নিৰ্ম্মাণ করিতে হইবে।
মহাষষ্ঠীর শুভেচ্ছা রহিল। পুজোর দিন হাসিতে আনন্দে কাটান মহামায়া সমীপে এই কামনা রহিল।
এই ব্যাটাই... এই ব্যাটাই বলেছিলো, এর "পূর্ব্বাশ্রমের নাম রাজেশ..." আর স্বর্ণপুষ্প নাকি ওনার অতি প্রিয়... ছোঁড়া chance-এ dance করার না হোক কম করেও উঠোনে নামার সুযোগ খোঁজার ফিকিরে তো ছিলোই ছিলো.