20-10-2023, 09:47 PM
(20-10-2023, 09:26 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: পুজোর লেখা চলিয়া আসিল দেখিতেছি। মজার বিষয় হইল যখন এই বক্তব্য লিখিতেছি তখন পাড়ার পুজোর মণ্ডপে বাজিতেছে, "গ্রহণ যত কর আমায় ততই ভরো প্রেমে!" অদ্ভুত সাদৃশ্য রহিয়াছে এই কাহিনীর সহিত। কে সেই সহচরী যার হাতে হাত রাখিয়াছিল নায়ক? জানিতে হইলে পরের পর্ব্ব অবধি অপেক্ষা ব্যতিরেকে উপায় নাই। তোমার প্রতিটা গল্পই ভিন্ন আস্বাদ আনে, এবারেও ব্যতিক্রম হইল না। চমৎকার উপহার দিলে মন ভরিয়া গেল। তবে ভায়া, এক দুই পর্ব্বের অনেকগুলি হইল এইবার একখানা ভূত আসুক, উপভোগ ধাঁচের বহুদিন পড়ি নাই। সামনেই কালীপূজা আসিতেছে, জমিয়া যাইবে ভায়া। লিখিয়া ফেল একখান এইবার।
শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা ভায়া। ভালবাসা রইল একবুক ভরা। মহামায়া ভরিয়া দিক তোমার গৃহ খুশীতে।
অনেক ধন্যবাদ ভায়া। শুধুই একপ্রকার গল্প না লিখে অন্য রকম ছোট খাটো কিছুর প্রয়াস মাত্র। তোমাদের ভালো লাগলেই হল। শেষ পর্বের কাজ চলছে। সেটিতেও তোমার মতামত ছাই কিন্তু। ❤
ভূত তো লিখলাম বেশ কয়েকটা। তবে তুমি যে ভয়ের গল্পের কথা বলছো তাতে যে শুধুই ভুতুড়ে কান্ড কারখানা ছিলোনা, সাথে আরও কিছু ব্যাপার ছিল তুমি বুঝি সেটাকেই বেশি প্রাধান্য দিচ্ছ?
মোহিনী কিন্তু ঘাড়ে চেপে বসবে তখন।