20-10-2023, 09:39 PM
(20-10-2023, 09:05 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: আপনি মনে হয় সাধুভাষা সম্পর্কিত লেখক হিসেবে আমা সম্পর্কে বলিয়াছেন। যথার্থ কহিয়াছেন, শুধু খাইয়াছি এবং গিয়াছি বলিলেই সাধু হয় না। তাহার বানান, তাহার শব্দচয়ন সকলই ভিন্ন হয়। সে বাঙ্গালাতে লেখে, বাংলায় নহে। তাই সাধু ও মান্য চলিত ভিন্ন। যাহা হউক আপনি যে পাঠ চলাকালীন বানান সম্পর্কে অবহিত থাকেন ইহা জানিয়া অত্যন্ত খুশী হইলাম আপনাকে বেশ কয়েকবার পাঠক হিসাবে পাইবার সৌভাগ্য আমার হইয়াছে তাই আমি জানিয়া খুশী হইলাম আপনি আমা সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করেন।
বাবান অত্যন্ত গুণী লেখক এবং তাহার পর আমার ন্যয় সে আপনারও যে সুহৃদ বিশেষ তাহা আপনাদের কথোপকথন হইতে সুবিশেষ বুঝিতে পারিতেছি। তাই ইহা সত্ত্যই হৃদি উৎফুল্ল করিল দেখিয়া আপনি তাহার লেখনী কীরূপে আরও সমৃদ্ধ করা যায় সে বিষয়ে দিশানির্দেশ করিতেছেন। তবে, সাধারণে যে ইউনিকোডে কী-বোর্ড ব্যবহার করিয়া থাকে তাহা মূলতঃ অভ্র বা সমগোত্রীয় কোন কী-বোর্ড হয় এবং বেশীরভাগ ক্ষেত্রে ইহাদের কিছু শব্দ ভুল ভাবে এনকোডিং করা থাকে যাহার ফলে ও-কার না চাহিলেও বসিয়া যায়। উপরন্তু অনেক ক্ষেত্রেই লেখককে দ্রুত গতিতে লিখিতে হয় ফলে স্বাভাবিক নিয়মে কিঞ্চিৎ এদিক-ওদিক হইবার ভয় থাকিয়ায় যায়। আপনি স্বয়ং লেখক আপনি নিজেও জানেন ফোরামে একজন শখের লেখককে টাইপিং, প্রুফ রিডিং, মুদ্রণ সহ বিবিধ কর্ম্ম করিতে হয়, ফলতঃ ভুল হইবার সম্ভাবনা বারো আনা। তাহা ব্যতিরেকে ও-কার যুক্ত বানান অত্যধিক প্রচলিত হওয়ায় অনেক সময় নজর এড়াইয়া যায়। তাই উহা লহিয়া বিশেষ মাথা ঘামাইবেন না। তবে আপনি একজন অসাধারণ পাঠক যিনি বন্ধুর খারাপ লাগিতে পারে জানিয়াও নির্দ্বিধায় তাহাকে ভ্রম সম্পর্কে সচেতন করিতে পারে। ইহাই সঠিক বন্ধুর লক্ষণ। তারিফ তো সকলেই করে, প্রকৃত সুধী সেই যে ঐ সহস্র তারিফের স্রোতে গা না এলাইয়া চক্ষে আঙ্গুল দিয়ে ভ্রম সম্পর্কে সচেতন করাইয়া দেয়। বড় ভাল লাগিল।
আমার লিখা বড় গল্প বৌদির চুমু হামি অদ্য শেষ হইল। উহাতে যদি কিঞ্চিৎ চক্ষুদান করেন বড় খুশী হইব।
শুভষষ্ঠীর শুভেচ্ছা রহিল হে লম্পট। মহানন্দে পূজা কাটুক, হাসিতে ভরিয়া উঠুক আপনার জীবন। সকল ইচ্ছা পূর্ণ হউক ইহাই মহামায়া সমীপে কামনা রহিল।
খারাপ লাগার কোনো ব্যাপার নেই। কারন লম্পট ভায়া আমাকে হেয় করার জন্য তো কিছু বলেনি। বরং লেখায় যাতে ত্রুটি না থাকে সেদিকে সে আমার দৃষ্টি আকর্ষণ করেছে। তাই আমি তার কমেন্টের রিপ্লাইতেও বলেছি এতে সে একপ্রকার সাহায্যই করেছে।
দেখে ভালো লাগলো তুমি আমার ওই কষ্টের কারন খানি বুঝলে। ওই কি বোর্ড বাবাজির জ্বালায় আমাদের সকলকেই কম বেশি জ্বলতে হয়। যাইহোক এসবের পরেও যে সৃষ্টি খানি তোমাদের ভালো লাগে এটাই সেরা পুরস্কার আমার জন্য। ♥️