20-10-2023, 09:33 PM
(20-10-2023, 05:13 PM)Baban Wrote:আর হ্যা ওই শর্মা বাবুকে কহিয় আর গোঁসা করে না থাকতে। তোমায় যেমন উপহার দিয়েছি। তার জন্যও এটি উপহার স্বরূপ দিলুম। ঠিকই তো.... যখন বির্য্য বাবু ঠিকানা হারিয়ে ফেলেছিলো তখন বীর্য মহাশয়ই তো আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল।♥️♥️
তাই তাকেও বলি শুভ মহাষষ্ঠী♥️
দেখিতেছ! ব্যাটাছেলে নূতন জামাখানা পাইয়াই পরিধান করিয়া দাঁত কেলাইয়া কেমন হাসিতেছে। অনেক ধন্যবাদ বন্ধুবর এমণ একখানা অনন্য উপহার দিবা নিমিত্ত। বড় ভাল লাগিল। এইবার মহাবীর্য্য আর মহাবীর্য উভয়ের মুখ নিৰ্ম্মাণ তাহার বন্ধুবর করিল। ইহা মনে হয় পূজার সেরা উপহার।