20-10-2023, 08:19 PM
(20-10-2023, 05:00 PM)Baban Wrote: শেষে এসে এমন সেন্টু করে দিয়ে গেলে !! যাইহোক যা হয়েছে ভালোই হয়েছে। গল্প শেষও হলো, বিসিএস পাশ করে বিজয়ী বীর্য বাবু পুরুষ হিসেবে নিজেকে আবিষ্কারও করলো আবার হরমোন যে কি সাংঘাতিক বস্তু সেটাও চিনলো। সবচেয়ে ভালো লাগলো শুধুই যৌন লোভ নয়, এ গল্পের শেষে আসা মিলন ভালোবাসার চরম রূপ হিসেবে দু পক্ষের মনে থেকে যাবে চিরকাল।
ভালো থাকুক কামিনী দেবী , লেখক মহাশয় ও চন্দ্রাদেবী। পুজো ভালো কাটুক তাদের। শুভ মহাষষ্ঠী হে লেখক। ♥️
সত্ত্য শেষখানা ঠিক শেষ হইল না উহা লিখিবার কালে আমিও টের পাইয়াছি ভায়া। কিন্তু, ঐ কাহিনীর উহাই পরিণতি এইটুকুই বলিতে পারি। জীবনের নাম জনার্দন, সে কাহারও অনুভূতির পরোয়া করে না। শুরু হইতে এই কাহিনীর যে ঘরানা রাখিয়াছিলাম, অন্তিমে তাহা ভাঙ্গিয়াদিলাম স্বহস্তে। ইহার দুঃখ আমারও থাকিবে। কিন্তু তুমি স্বপনবুড়োর শশী শ্যামলের সাঁকো পড়িয়াছ আশা করি, শুরু কেমন হাস্যরসে অথচ পরিণতি করুণ! আমার এ গল্প হয়তো তাহাই। শেষ পর্ব্বঃ বিচ্ছেদে সমাপ্ত হইল কিন্তু দেখিলে উহাই যথাযথ, কারণ দিনের শেষে কামিনী অন্য কাহারও ভার্যা! সে নিশ্চয়ই নিজ সংসার ভাঙ্গিতে পারিবে না উহা উচিৎ হইবেও না। বহু জীবন তছনছ হইয়া যাইত ঐ সিদ্ধান্ত লহিলে।
তবে হ্যাঁ অন্যান্য বিষয়গুলি মধুরেণ সমাপয়েৎ হইয়াছে। কামিনী বৌদি যেথায় থাকুক ভাল থাকুক ইহাই আমারও কামনা।
চন্দ্রাদেবীর পুজো ভালই কাটিতেছে, লেখকের কেমন কাটিতেছে জানা নাই কারণ চন্দ্রাদেবী শুধু ষষ্ঠীতেই আমার গ্যাঁট হইতে হাজার দশেক খসাইয়া দিয়াছেন। ছাড় সেসব কথা।
তোমার পুজো কেমন কাটিতেছে ভায়া? বাড়ির গুরুজনদের আমার প্রণাম দিও আর ছোটদের দিও বুকভরা ভালবাসা ও আশীষ। তোমার জন্য রহিল হৃদয়ের অন্তঃস্থল হইতে ভালবাসা। ভাল থাকিও মিত্র। এই পুজোয় মহামায়া তোমার সকল ইচ্ছা পূর্ণ করুক। সদা মঙ্গলময় আশীষ থাকুক তোমা পরে।