Thread Rating:
  • 16 Vote(s) - 3.13 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Misc. Erotica সে যেন আমার পাশে - ছোট গল্প
#11
(19-10-2023, 10:36 PM)লম্পট Wrote:
প্রথম পর্বটা খুবই সুন্দর ভাবে লিখেছ। এক লহমায় পড়ে ফেলার মত। বর্ণনার ধাঁচ দারুণ। প্রথমে ভেবেছিলাম গুরুচণ্ডালী করে ফেলেছ কিন্তু পরে কমেন্ট দেখে বুঝলাম সেটা গল্পের খাতিরে করা। বিশেষ যৌনতা না থাকলে এটাকে মূল সাহিত্যের ধারায় ফেলা যাবে সন্দেহ নাই। 

এবার একটা বিষয় তুলে ধরছি পাঠক হিসাবে। লিখবার সময় বানান নিয়ে কিন্তু যত্নবান হওয়ার প্রয়োজন আছে। আজকাল সর্বত্র "ও কার" দেওয়ার চল হয়েছে। ছিলো, বললো, হলো/হোল/হোলো প্রভৃতি। এটা কিন্তু খুবই খারাপ অভ্যাস। ছিল, বলল, হল এগুলো হল সঠিক রূপ। আমরা যেভাবে উচ্চারণ করি সেভাবে লিখি না। তুমি নিশ্চয়ই ইংরাজীতে সাইকোলজি লিখার সময় Saikoloji লিখবে না বা S দিয়ে শুরু করবে না। এটা অত্যন্ত দুঃখের আমরা যতটা বিদেশী ভাষার বানান ও উচ্চারণ নিয়ে সচেতন তার ছিটেফোঁটা নিজের মাতৃভাষার ক্ষেত্রে দেখায় না। যেকোন পরীক্ষায় এই বাংলার বুকে ইংরেজী কম্পোজিশনের পরীক্ষা নেওয়া হয় কিন্তু বাংলা বানান বা বাংলা নিয়ে কোন পরীক্ষা হয় না। এমনিতেই আমাদের শিক্ষার মান তলানিতে। প্রতি বছর প্রথম নামের সংস্থার যে সমীক্ষা প্রকাশিত হয় তাতে যে শিক্ষার মান ফুটে উঠছে সেটা যথেষ্ট উদ্বেগজনক। এটা ঠিক বানান বিবর্তিত হয়েছে কিন্তু কিছুটা ব্যাকরণ মানা উচিৎ। সাধুর ক্ষেত্রে তো অবশ্য মান্য। তুমি সেদিন একজন লেখকের নাম বলেছিলে তিনি তো সাধুতেও লেখেন আমি খেয়াল করেছিলাম খুবই সঠিক বানানবিধি কিন্তু উনি মেনে চলেন, চট করে ভুল ধরা যায় না আর সাধুর বানান ঠিক লেখা ভীষণ কঠিন কারণ সাধুর বানান অনেক কঠিন, শুধু খাইয়াছি, গিয়াছি বললেই সাধুরূপ আসে না। ভুল বানানের অভ্যাস সহজে যায় না। ছাপার অক্ষরে ভুল বানান ক্রমাগত নজরে পড়লে সঠিক বানান কিন্তু ভুলবে তাই আমি মনে করি লেখকদের বিশেষ করে যত্নবান হওয়া প্রয়োজন। 



পুজোর শুভেচ্ছা থাকল ভাই। খুব ভাল কাটুক তোমার পুজো। শারদ অভিনন্দন।

প্রথমত অনেক ধন্যবাদ গল্পটি পড়ার জন্য। তোমার ভালো লেগেছে দেখে সত্যিই ভালো লাগলো।♥️

দ্বিতীয়ত আমি একজন ছাপোষা সস্তার লেখক ভায়া। ভাষা জ্ঞান আমার অত নাই। তবে তুমি যে এই ব্যাপারে বিশেষ নজর দাও সেটা এই কমেন্ট পড়েই বুঝতে পারছি। তোমার গল্পেও তার প্রমান পেয়েছি। লাইনের ফাঁকে ফাঁকে ভুলের অস্তিত্ব খুঁজে পেলে সেটা তোমার কাছে অস্বস্তি কারণ হয়। সেটা মোটেও ভুল নয়। আমিও যদি সাধারণ লেখার মাঝে ভুল বারবার খুঁজে পাই আমারও ভ্রূকুটি বৃদ্ধি পাবে। তুমি আমার বা যেকোনো লেখকের ভুল গুলো ধরিয়ে দিয়ে তাকে একপ্রকার সাহায্যই করছো। তাই অনেক ধন্যবাদ। Namaskar

আসলে এক্ষেত্রে আমিও অনেকটা তোমার মতোই ঝামেলায় জর্জরিত। ভুলটা ঠিক আমার নহে। আমার হতচ্ছাড়া কি-বোর্ডটির আবার গোলাকার জিনিসের ওপর একটু বেশি লোভ। তাই ব্যাটার 'ও কার ' বেরিয়ে যায় কথায় কথায়। ব্যাটা একটু 'আংরেজ কে পূজারী' হয়তো হেহেহেহে। আর আমারও ফিরে দেখা হয়না। তাই ভবিষ্যতেও হয়তো এমন কিছুর সাক্ষী হতে পারো তুমি। 

তাই এই টুকুই বলবো যদি ওই ত্রুটি টুকু বাদে মূল বক্তব্য পড়ে বিনোদন পেতে চাও তবেই পোড়ো, নইলে এসব ভুলভাল গপ্পো পড়ে সময় নষ্ট করার কোনো মানে নেই। তুমি একদমই ঠিক যে ভুল ভ্রান্তির উর্ধে গিয়ে লেখককে সঠিকটাই ফুটিয়ে তোলা উচিত পাঠকদের জন্য। 

কিন্তু ভায়া যে এতো সুন্দর ভুল ধরিয়ে দিতে পারে সে নিজে কেন নিজের লেখা নিয়ে সিরিয়াস নয় বুঝতে পারলাম না। তুমি সেই কবে লেখা শুরু করেছো আর একটু একটু করে লিখে চলেছো। এতদিনে এই কাহিনী বহুদূর এগিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু ব্যাস্ততার চাপে তুমি নিজের লেখক সত্তাকে বারবার অপমান করে চলেছো ভায়া। এখানে প্রত্যেকেই ব্যাস্ত জীবন থেকে বেরিয়ে সামান্য সময় হাতে নিয়ে নিজের গল্প বলতে আসে। সেই বলার পথে যদি নিজ সৃষ্টির প্রতি সম্মান বাদে শুধুই উত্তেজনা থাকে তাহলে তো চলবেনা।

আমি হাজার ভুল বানান লিখে ফেলতে পারি কিন্তু আজ পর্যন্ত পাঠকদের সামনে ফাঁকা থালা সাজিয়ে ক্ষুদার্থ বসিয়ে রাখিনি। মাংস পোলাও থেকে ডাল ভাত সব পরিবেশন করেছি। আর তাই তাদের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে পেরেছি। তোমাকেও কিন্তু নিজের গল্পের প্রতি যত্ন নিতে হবে। আমার ক্ষেত্রে উপরুক্ত ভুল গুলো ধরিয়ে নিজের বেলায় সঠিক সময়ের অপেক্ষায় থাকলে হবেনা। তোমার লেখার ও ভাষা জ্ঞান খুব সুন্দর। সেটাকে সঠিক ভাবে কাজে লাগাও।

আমার তো লেখার আর বিশেষ কিছুই নেই। কিন্তু তোমার গল্পের যাত্রা তো সবে শুরু। আর যদি তোমার লেখক সত্তা উত্তেজনার বশে গল্প শুরু করে নিজের কর্ম ব্যাস্ততায় হারিয়ে গিয়ে নিজের পাঠকদের জন্য সময় বার করতে না পারে, কত ভিউ আসলো বা কে ঠিক কতটা রেপু দিলো সেই নিয়ে ভাবে তাহলে কিন্তু ঠিক ভুলের মানেটাই বদলে যাবে। আমি জানি আমার এই ধরণের গল্পে অন্য গল্পের তুলনায় অতিথি কম আসবে কিন্তু আমি সেই ভেবে লিখলে নিজের কাছেই দোষী হয়ে যেতাম। তাই এই ব্যাপারেও লেখককে যত্নবান হওয়া প্রয়োজন। 


পুজো তোমারও ভালো কাটুক। ভালো থেকো। তোমাকেও শারদ অভিনন্দন। ♥️


(20-10-2023, 01:40 AM)Avishek Wrote: অনেক সুন্দর একটা লেখা। লেখক তার আর তার কৈশোরের সেই নাম না জানা নারীর সাথে যৌন মিলনের অংশটা বেশ ভালো। বন্ধু পত্নী আর লেখকের মধ্যেও হয়তো কিছু হতে পারে। শেষ পর্বের অপেক্ষায় রইলাম।

অনেক ধন্যবাদ ♥️
কে জানে কি হবে আর কি হবেনা। আমিই কি ছাই জানি। হাত আপনা থেকেই চলে। আর যা পারে তাই লেখে। Big Grin
পুজো ভালো কাটুক।


নতুন পর্বের কাজ চলছে। একটু সময় লাগছে কিন্তু আসবে ঠিকই।
[+] 1 user Likes Baban's post
Like Reply


Messages In This Thread
RE: সে যেন আমার পাশে - ছোট গল্প - by Baban - 20-10-2023, 11:38 AM



Users browsing this thread: 1 Guest(s)