19-10-2023, 10:10 PM
(18-10-2023, 09:08 PM)Baban Wrote: বাহ্! একদমই সঠিক দিকে এগিয়ে চলেছে গল্পখানি। Make it more more kinky.
তবে দেখে ভালো লাগলো তুমি আমার ছোট্ট আইডিয়াখানি কি সুন্দর ভাবে প্রয়োগ করেছো। তবে সবচেয়ে ভালো লাগলো তুমি এখানে একটা অংশে তন্ত্র ব্যাপারটা উল্লেখ করেছো। বিশেষ করে তন্ত্র বিদ্যা ও ক্রিয়া। মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ এসব ব্যাপারে জ্ঞান আছে তোমার। যদিও এটি কোনো ইরো হরর গল্প নয়, তবু কোনো ফকির বাবার মাধ্যমে এই শয়তানি ক্রিয়ার সূচনা হবে সেটা বেশ ভয়াবহ। আর সেটাই সবচেয়ে ইরোটিক।
এই বিশেষ মানুষটির ক্রিয়ার ফলাফল যে কতটা উত্তেজক ও ভয়ঙ্করী রূপ নেবে সেটা জানার অপেক্ষায় রইলাম আমরা। যেহেতু তুমি নিজেই বলেছো আইডিয়া দিতে তাই বলছি এবারে তুমি আরও আরও লোভ দাও ছেলেকে তার মায়ের অলীক সুখের সম্ভাবনা নিয়ে। অসতিপুত্র গল্পের মূল বিষয় হলো ঘরের মানুষকে ছোট করে বাইরের পুরুষকে সম্মান দেওয়া। তাই ছেলের বাবা এতদিনে কি কি পারেনি ও বাইরের পুরুষ কি কি করার ক্ষমতা রাখে ও তা কতটা উত্তেজক হতে পারে সেসব বলে মিনতি ছেলেটার আরও ব্রেনওয়াশ করতে থাকুক। আবারো মাকে নিয়ে বাজে বাজে কথা বলুক। আর মিনতির অন্তরের বিকৃত পৈশাচিক রূপটা একটু একটু করে প্রকাশ পেতে থাকুক।
আজ যে ছেলে কাজের বৌয়ের কথায় নেচে ভুল পথে চালিত হচ্ছে তার ফলাফল যে কি বীভৎস হতে চলেছে তার একটু একটু ঝলক দিতে থেকো লেখার মাঝে। বাকি তুমি বুদ্ধিমান। এই লেখা তোমার। তাই লিখতে থাকো।
আর হ্যা এতোটাও ছোট দিওনা। এ যেন দেশলাই জ্বেলেই ফুঁ দিয়ে দিলে। সময় নাও কিন্তু একটু বড়ো বড়ো লিখো। আর চরম উত্তেজক করে তোলো এই কাহিনী। ♥️
তোমার কমেন্টে তো আমার গল্পটার চেয়ে বেশী লাইক পড়ে গেল

জোক্স অ্যাপার্ট।
দেখ আমি লিখি মোবাইলে। খুবই জটিল এবং বিরক্তিকর প্রসেস মোবাইলে লেখা, যথেষ্ট সময়সাপেক্ষ। এইটুকুনি পর্ব লিখতেই এক-দেড় ঘণ্টা লাগে। তোমরা যারা কম্পিউটারে লেখ তারা হয়ত এই সমস্যাটা বুঝবে না আর সেকেণ্ড হল সময় যেটার খুবই অভাব আমার। খুব কম সময় নিজের জন্য পাই।
তন্ত্র-মন্ত্র এবং অন্যান্য বিষয় নিয়ে একটাই কথা বলব। তোমার আইডিয়াগুলো বরাবরের মত আমার ভিন্ন ধারার লাগল এবারেও। চেষ্টা করব সেগুলোকে ঢুকিয়ে দিতে বিভিন্ন পর্বে। এই গল্পটার শেষ আমি ভাবিনি কিন্তু। জানি যাঁরা দক্ষ লেখক তাঁরা বলবেন শেষ ভেবেই শুরু করতে হয় কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় নি। এটা জাস্ট আবেগের বশে শুরু করা। প্রথমবার লিখছি, শুধু যৌনগল্প নয় যেকোন ধরণের গল্প, ভুল হয়েছে জানি। তাই মাঝে মাঝে সবার কাছ থেকেই আইডিয়া খুঁজি এটা বুঝতে কোনপথে নিয়ে যাব। পুজোর আগাম শুভেচ্ছা থাকল ভাই। খুব ভাল কাটুক তোমার শারদীয়া।
