19-10-2023, 10:37 AM
এ বিরতি অবশ্যই সাময়িক হবে। আপনার প্রত্যেকটি উপন্যাস ছিল স্বতন্ত্র এবং অনন্য। পাঠক হিসাবে সেগুলো পড়ার জন্য মুখিয়ে থাকতাম। আপনার শেষ উপন্যাসের একটি জায়গায় লিখেছিলেন কারও জন্য কোন কিছু থেমে থাকে না। সেটা অবশ্যই ঠিক কিন্তু থামবে না বলে তার প্রস্থানের অভাব অনুভূত হবে না এটা ঠিক নয়। আপনার অভাব প্রতি মুহূর্তেই অনুভূত হবে। আপনার অস্ত্রোপচার সম্পূর্ণ সফল হবে এবং আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন আমার দৃঢ় বিশ্বাস। এবং একদিন হঠাৎ করে এসেই আমাদের একটা নতুন লেখা দিয়ে চমকে দেবেন। ততদিন পর্য্যন্ত আমরা অপেক্ষা করব।
খুব ভাল থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং এই পুজো আপনার জীবনে অনন্ত খুশীর বন্যা আনুক।
খুব ভাল থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং এই পুজো আপনার জীবনে অনন্ত খুশীর বন্যা আনুক।