19-10-2023, 09:33 AM
আপনার লেখার হাত খুব ভালো আগেও বলেছি। লাইক এবং রেপু দুটোই দিলাম। তবে গল্পটা কিরকম যেন ঘেঁটে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। প্রচুর ক্যারেক্টার আসছে, অধিক সন্ন্যাসীকে গাজন নষ্ট হয়ে যাওয়ার মতো ব্যাপার না হয়ে যায়! পাঠকদের কাছ থেকে সাজেশন নিতে গেলেই কিন্তু তালগোল পাকিয়ে যাবে। পাঠকদের পরামর্শ নিয়ে লেখার চেষ্টা এর আগে যে কজন লেখক করেছে, তারা সবাই ডুবে গেছে। তাই বলছি নিজের ভাবনা অনুযায়ী লিখে যান, কারোর কথার তোয়াক্কা না করে।