19-10-2023, 12:07 AM
আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ! ধন্যবাদ, আপনাদের মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য! আমি অবশ্যই আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী দীর্ঘদিন ধরে এই গল্পের নতুন কোন পর্ব না নিয়ে আসার জন্য। এই গল্প সংক্রান্ত কিছু কথা আপনাদেরকে উপসংহারে জানাবো বলেই ভেবে রেখেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখলেই ভালো হয়। আমি আগেই উল্লেখ করেছি যে এই গল্পের চরিত্রদের বাস্তব অস্তিত্ব আছে এবং এই গল্পটাও আসলে বাস্তব জীবনেরই কিছু ঘটনার সমন্বয়, যেখানে ঘটনাচক্রে আমিও এই গল্পেরই একটা চরিত্র। তবে এই কাহিনীর সূত্রপাত আজ থেকে প্রায় দু বছর আগে, মানে লকডাউনের প্রায় শেষের দিকে। এখন এই দীর্ঘ দুই বছরে ওই গঙ্গায় অনেক জল বয়ে গেছে এবং গল্পের কিছু চরিত্রেরও আমূল পরিবর্তন ঘটেছে। তাই দৈনন্দিন কার্যকলাপ সামলে, স্মৃতির পাতার ধুলো ঝেড়ে একটার পর একটা ঘটনা ভাষায় গাঁথা আমার পক্ষেও যথেষ্ট সময় সাপেক্ষ মনে হচ্ছে। আমি হয়তো আপনাদের অনুরোধে ঘটনার ক্রমবিন্যাস না মেনে আপাতত যেটুকু স্মৃতির পাতায় বর্তমান সেটুকু তাড়াতাড়ি লিখেই এ কাহিনী শেষ করে দিতে পারি; তবে তাতে আপনারা এই কাহিনীর আসল রসাস্বাদন করতে পারবেন না। তাই আমার উপরে ভরসা রাখুন আমি অবশ্যই আপনাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসতে চলেছে। ধন্যবাদ।