18-10-2023, 08:08 PM
(This post was last modified: 18-10-2023, 08:16 PM by Baban. Edited 2 times in total. Edited 2 times in total.)
শেষ বারের মতো হয়তো আবারো মোদের মগজের সাময়িক মিলের উদাহরণ রেখে গেলে। যেটা এই মাত্র ছেড়েছি তার একটা ছোট্ট ব্যাপারের সাথে আবারো এই অসাধারণ গল্পের কি অদ্ভুত মিল। দুজনের ভাবনার মাঝে কোথাও হয়তো...... যাকগে এই সৃষ্টি থ্রেডে তোমার নিজের সৃষ্টি করা প্রতিটা লেখা আমাদের নানাভাবে খুশি করেছে, অনেক কিছু বুঝিয়ে গেছে, আবার অনেক কিছু জানতেও পেরেছি। এই লেখাতেও সেই একই জাদু খুঁজে পেলাম।
শেষের লাইন গুলো কি বীভৎস অথচ কি অদ্ভুত সুন্দর। জীবনটাকে লেখার মাধ্যমে আয়নায় রূপান্তরিত করতে লেখকরাই পারে। গর্ব কোরো হে লেখক যে তুমি তা বারবার করতে পেরেছো।
নিজের খেয়াল রেখো। আর সব ঠিক হয়ে যাবে। আবার বুম্বা আসিবে ফিরে এই গসিপির বুকে। এই সৃষ্টি থ্রেড থেমে থাকবেনা। আরও অনেক লেখা আসবে এখানে। যা সেই বুম্বা লিখবে আমাদের জন্য। ❤❤❤
কটা লাইন তোমার জন্য -
এই সমাজের অন্ধকারকে ঠেলে এগিয়ে যাবার ক্ষমতা আমার নেই, তাই আলোর সাহায্য নিয়ে আমি পায়ে হেঁটে এগোই। আমি ভীতু নই কিন্তু আমি অসহায়। তবু আমি হারবো না। কলম জোরে তুফান তুলে সমস্ত অন্ধকার কাটিয়ে আমি এগিয়ে যাবো নতুনদের জাগাতে। আমি যে লেখক।
শেষের লাইন গুলো কি বীভৎস অথচ কি অদ্ভুত সুন্দর। জীবনটাকে লেখার মাধ্যমে আয়নায় রূপান্তরিত করতে লেখকরাই পারে। গর্ব কোরো হে লেখক যে তুমি তা বারবার করতে পেরেছো।
নিজের খেয়াল রেখো। আর সব ঠিক হয়ে যাবে। আবার বুম্বা আসিবে ফিরে এই গসিপির বুকে। এই সৃষ্টি থ্রেড থেমে থাকবেনা। আরও অনেক লেখা আসবে এখানে। যা সেই বুম্বা লিখবে আমাদের জন্য। ❤❤❤
কটা লাইন তোমার জন্য -
এই সমাজের অন্ধকারকে ঠেলে এগিয়ে যাবার ক্ষমতা আমার নেই, তাই আলোর সাহায্য নিয়ে আমি পায়ে হেঁটে এগোই। আমি ভীতু নই কিন্তু আমি অসহায়। তবু আমি হারবো না। কলম জোরে তুফান তুলে সমস্ত অন্ধকার কাটিয়ে আমি এগিয়ে যাবো নতুনদের জাগাতে। আমি যে লেখক।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)