17-10-2023, 10:17 AM
সবই ঠিক আছে, তবে ভাগ্নের নামটা একটু সেকেলে হয়ে গেছে। ভালো নাম যেমন পরেশ আছে থাক। প দিয়ে যখন সবার নাম রাখছেন, তখন ডাক নামটা পিন্টু করে দিলে মন্দ হয় না। আর একটা কথা অবশ্যই বলব, পাঠকের সঙ্গে ইন্টারেকশন বাড়াতে হবে, তাদের মন্তব্যের উত্তর দিতে হবে। তাহলে আরো জনপ্রিয় হয়ে উঠবেন আপনি। লেখা ভালো লাগছে বলেই অযাচিতভাবে এতগুলো কথা বললাম। লিখতে থাকুন, লাইক আর রেপু রইলো আপনার জন্য।