16-10-2023, 09:20 PM
(16-10-2023, 01:18 PM)rpsanam Wrote: তোমার গল্প নিয়ে আর কি লিখবো বা বলব। গল্প নিয়ে তো সবাই লিখছে। আমি না হয় তোমাকে নিয়ে লিখলাম। তুমি তো সেরাদের সেরা। লেখকদের কিছু বৈশিষ্ট্য আছে যেমন তার লেখার কোয়ালিটি,রেগুলার আপডেট দেওয়া, রিপ্লাই দেওয়া এবং পাঠকের মন বোঝা। যার সবগুলোই তোমার মাঝে আছে।
আর একটা বিশেষ গুণ আছে। তুমি প্রতিটা জায়গায় সত্যের জয় করেছ যেমন প্রতিটা মুভির শেষেই সত্যের জয় হয় হিরো জিতে যায় ভিলেন হেরে যায়। তোমার প্রতিটা লেখায় তা প্রতিফলিত হয়েছে।
আশা করি তুমি খুব দ্রুতই সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফেরত আসবে।
তোমার অপেক্ষায় থাকবো !
মন্তব্যের জন্য্য অসংখ ধন্যবাদ ভালো থেকো