16-10-2023, 11:25 AM
(16-10-2023, 09:32 AM)Sanjay Sen Wrote: শেষ পর্বের যে পাঁচটা ভাগ ছিল, তার মধ্যে প্রথম তিনটি ভাগ যথাযথ এবং অসাধারণ। পড়তে পড়তে মনে হচ্ছিল এত সুন্দর করে, এত ডিটেইলিং দিয়ে কি করে একজন লেখক লিখতে পারে! কিন্তু শেষ দুটো ভাগ পড়ে মনে হল তোমাকে কেউ 'ডেড লাইন' দিয়ে রেখেছিল যে, এই দিনের মধ্যে গল্পটা শেষ করতে হবে। তাই একটু তাড়াহুড়ো করে ফেলেছ। যৌনতার সঙ্গে সঙ্গে থ্রিলার তুমি বরাবরই ভালো লেখ। তার প্রমাণ আমরা শ্রীতমা এবং গোগোল এ পেয়েছি। কিন্তু এক্ষেত্রে বোধহয় আরো একটা পর্ব বাড়িয়ে নিয়ে গেলে ভালো হতো। কয়েকটা জিনিস পরিষ্কার হলো না! যে কাগজে প্রমোদ সই করিয়ে নিয়েছিল চিরন্তনকে দিয়ে, সেটা কিসের কাগজ ছিল? সেই ব্যাপারে আরেকটু ডিটেইলিং করলে ভালো হতো। মুন্নার উপস্থিতি এবং ওর যেটুকু করণীয়, সেটা একদম যথাযথভাবে দেখানো হয়েছে। কিন্তু জেনারেল ম্যানেজার মনিশ ভার্গবের চরিত্রটা আমার মতে আরেকটু বড় করলে বেটার হতো।
এগুলোকে নেতিবাচক কথা হিসেবে ধরো না। তুমি বাকিদের থেকে একদম আলাদা এবং এই ফোরামের একজন অন্যতম শ্রেষ্ঠ লেখক, তাই তোমাকে এতগুলো কথা বললাম। খুব ভালো ভাবে শেষ হয়েছে এই উপন্যাস, মন জিতে নিয়েছে আমার।
প্রথমেই জানাই মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
না না, তোমার কথাগুলোকে নেতিবাচক মন্তব্য হিসেবে একেবারেই ধরিনি। শুধু শুধু ব্যক্তি আক্রমণ না করে, গঠনমূলক সমালোচনাই তো একজন লেখককে আরও উৎকৃষ্ট মানের লেখার অনুপ্রেরণা যোগায়। তবে তুমি যে বিষয়দুটি তুলে ধরেছো .. অসতিপতি এবং নগর পারে রূপনগর এই দুটি পর্বে একবার ভালো করে চোখ বুলিয়ে নিলেই তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সবশেষে বলি, ভালো থেকো