14-10-2023, 09:35 PM
(14-10-2023, 03:08 PM)Bumba_1 Wrote:|| পাঠক বন্ধুদের উদ্দেশ্যে ||
এতদিন তোমরা আমার এই সিরিজের পাশে থেকেছোহয়তো কেউ কেউ আমাকে ভালোবেসেছোআবার হয়তো কেউ কেউ ঘৃণা করেছোশুধু একটাই অনুরোধ .. আমাকে ভুলে যেওনা কখনো
কেউ একজন বলেছিল, কখনও কাউকে ভালবাসলে তাকে বিয়ে করো না । ভালবাসা হল বেনারসী শাড়ির মত, ন্যাপথালিন দিয়ে যত্ন করে আলমারিতে তুলে রাখতে হয়, তাকে আটপৌরে ব্যবহার করলেই সব শেষ। আমরা মনে করি প্রেমের পরিণতি বিয়ে। চিরন্তন আর নন্দনার ক্ষেত্রেও সেটাই ঘটেছিল, অর্থাৎ লাভ ম্যারেজ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিয়েতে প্রেম শেষ হয়ে যায়। তাছাড়া প্রেমিক হিসেবে কেউ অসাধারণ হতে পারে, কিন্তু স্বামী হিসাবে অযোগ্য হওয়া বিচিত্র নয়।
জীবন মানেই সুখের স্মৃতি বয়ে বেড়ানো, বেঁচে থাকা মানেই দুঃখের সঙ্গে অজান্তেই সহবাস করা। অবিমিশ্র সুখ মানুষের ভাগ্যে কখনোই লেখা হয় না। সুখ বাঁচিয়ে রাখতে সবচেয়ে বেশি অস্বস্তি অনুভব করে মানুষ। যে কোনো ছলছুতোয় সে দুঃখকে ডেকে নিয়ে আসে। সুখের চেয়ে দুঃখের সঙ্গে বাস করতে মানুষ বড় আরামবোধ করে। কারণ অতি সুখে হাহাকার থাকে না। সন্দেহ, জ্বালা অথবা নিজেকে বঞ্চিত ভাবার যন্ত্রণা পাওয়া যায় না। তবে এই সুখ, দুঃখ, সন্দেহ, জ্বালা এবং নিজেকে বঞ্চিত হতে দেখার কষ্ট, এই সবকিছুকে ছাপিয়ে যে নন্দনা আর চিরন্তন আমার কাছাকাছি এসেছে; এতে একজন পাঠক হিসেবে যে আমি কতটা খুশি হয়েছি, সে কথা বলে বোঝাতে পারব না। জয় হোক তোমার আর চিরকাল মানুষের মনে থেকে যাক তোমার এই অসাধারণ উপন্যাসটি। ভালো থেকো, সাবধানে থেকো।