14-10-2023, 04:58 PM
(This post was last modified: 14-10-2023, 06:09 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
শেষ পর্বটা কেমন লাগলো সেটা নিয়ে ছোটোখাটো একটা গল্পই লিখে ফেলতে পারতাম আমি, কিন্তু সেসব না করে এইটুকুই বলবো সাবাশ নন্দনা। নিজের শরীর বিলিয়ে দিলেও মনটাকে তাজা ও পবিত্র রেখেছে সে শেষ সময় পর্যন্ত। আমার ওর এতটা পরিবর্তন অবাক লেগেছিলো, সাথে এও মনে হয়েছিল সত্যি পাল্টেছে তো? নাকি এটা আসলে? যাইহোক বন্দনার আর নন্দনার এই মানসিক পরিবর্তন অংশটাও দুর্দান্ত। আসার দিন নন্দনা কমজোর ছিল আর বন্দনা ছিল শারীরিক ও মানসিক দুদিক থেকে শক্তিশালী, কিন্তু শেষ দিনে নিজের ক্ষমতা বলে নন্দনা তার দিদির দম্ভ মাটিতে মিশিয়ে তাকে তার বর্তমান রূপের সাক্ষী করিয়ে মাটিতে মিশিয়ে দিলো। এটা আমার সবথেকে ভালো লেগেছে। একটা পরিতৃপ্তি। শান্তিরঞ্জন হেরে যাওয়া পুরুষ নয়, সেটা তার ওই ছেলের ব্যাথা পাওয়ার কষ্টে বৌয়ের দিকে তাকানোতেই বোঝা গেছে। যাইহোক সে আর সৈকত আবার আগের মা ও স্ত্রীকে ফিরে পাবে।
বহু পুরুষাঙ্গের ক্রমাগত কাম ধাক্কা বন্দনার অন্তরটা বিষাক্ত করে দিতে পারলেও নন্দনা নট আউট রয়ে গেছে, ও চিরকাল তাই থাকবে। চিরন্তন হয়তো ওই পিশাচ গুলোর মতো কু বুদ্ধি রাখেনা, হয়তো ওতো শক্তিশালীও নয়, হয়তো নিষিদ্ধ ইচ্ছা তার মধ্যেও লুকিয়ে ছিল কিন্তু সবশেষে সে একজন ভালো মানুষ। আর সেই রূপটাকেই চিনেছে নন্দনা ও ভালোবেসেছে। তাই হাজার প্রলোভন পেয়েও তাকে হারায়নি সে।
শেষে এসে যে এটা থ্রিলারের রূপ নেবে সেটা আগেই আন্দাজ করেছিলাম কিন্তু কিভাবে কি ঘটে সেটা জানতে মরিয়া হয়ে ছিলাম। দারুন ভাবে শেষ হলো একটা কামুক উত্তেজক সৃষ্টি।
আজকের পর্বের শুরুর ভাগ ছিল চরম কামুক, মাঝের ভাগ ছিল উপলব্ধি আর শেষের ভাগ ছিল চরম ফলাফল। যে নারী জাত অন্ধকারের পথে হাঁটলে নিজের সন্তানকেও আবর্জনায় ফেলে দিতে পারে, সেই জাতীই যদি দৃঢ় প্রতিজ্ঞা নেয় সে আলোর পথে হাটবে সে রিপুর হাজার আকর্ষণে পা দিয়েও শেষ পর্যন্ত এগিয়ে গিয়ে সেই শিশুকে বুকে তুলে নিতে পারে। সেই শিশুও যে বড্ড পবিত্র, তাই সে ঈশ্বরের প্রতিরূপ। জয় হোক নন্দনার আর যার হাত দিয়ে তার পরিচয় জানলাম সেই বুম্বা বাবুকেও জয়।
ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো এখন। ♥️♥️♥️♥️♥️♥️♥️
চ্যাটিং করে আলাপ করা ইউসুফ আজ সাফ
হার্জিন্দরের নোংরামিও পাইনি শেষে মাফ
রজত বাবুর লুচ্চামি আর বাকি যেসব খেলোয়াড়
মাঠে ভালোই ব্যাট হাকিয়ে শেষ মানতেই হলো হার
চিরন্তন আর শান্তি বাবুর হেরে যাওয়া দুটো মুখ
সবশেষে চাপ মুক্তি আর সুখ শুধুই সুখ
বন্দনার কামের ক্ষিদে নষ্ট করেছে সংসার
আজতার নিজের যৌবন হেরে হয়েছে ছাড়খার
সবশেষে নায়িকা এসে দারুন দেখালো খেলা
কাম আগুনে ঝলসে হৃদয়ে জাগে আলতো রোদের বেলা
এবার সবাই সাধু সাধু বলে করতে থাকো শাউট
নায়িকা নন্দনা খেলতে নেমে আজও যে নট আউট