12-10-2023, 10:01 PM
(06-10-2023, 09:08 PM)Baban Wrote:হে মহান বীর্যবান পুরুষ। নিজ পৌরুষ কাজে লাগিয়ে ভালোই তো একরপর এক সন্তানের পিতা হয়েই চলেছো। কদিন পর বৌদিও চুমু দিতে ফিরে আসিবেন। তার আগে এই লও তোমার জন্য নতুন পরিচয় চিত্র। পূর্বের অর্থাৎ বর্তমানটিও যখন আমারই দেওয়া তাই সাহস করিয়া এই নতুনটিও দিলুম। যখন পুনরায় ফিরিয়া আসিয়াছো এই গসিপির বুকে তবে নবরূপেই আইসো। ভিন্ন চিত্র হইলেও লেখনী সেই এক ❤
হে সুহৃদ, ইহা অদ্যই আমার নয়নোগোচরে আসিল। আমি আনন্দের সহিত এই রূপে আসিতে ইচ্ছাপ্রকাশ করিয়া ছিলাম কিন্তু বাধ সাধিল আমারই অপর স্বত্ত্বা! তীব্র গুমোর করিয়া জিজ্ঞাসিল, বাবান বুঝি শুধুই তোমার মিত্র, আমার সহিত বুঝি উহার কোনপ্রকার সম্বন্ধ নাই? তাহা হইলে সে আমার ধুম্রগড় পঠিতে আসে কেন? কেনই বা তাহার আগমণ ঘটে বৌদির চুমু হামি কাণ্ডে! আমি কিছু জানিনে বুড়ো, কিন্তু তুমি যদি এই বেশ ধারণ কর তবে আমি তোমার মহাবীর্য্য ভাণ্ডারে আগুন লাগাইয়া লঙ্কাকাণ্ড করিয়া দিব!
ভাই বাবান, ঐ বেটার জন্য এমনিতেই আমি কোণঠাসা হইয়া গিয়াছি। যেটুকু সময় প্রাপ্তি ঘটে তাহা উহার ধুম্রগড়ের আখ্যান বর্ণনা করিতে আর পুষ্পেন্দুর বউয়ের পিছনে অযথা ব্যয় করিতে হইতেছে। আমার নিজস্ব লিখা কার্য্যতঃ বন্ধ হইয়া গিয়াছে। না বিজয়ের কাহিনী লিখিতে পারিতেছি না অচিন্ত্যের! আমি বাস্তবিক এই দ্বৈত্ব স্বত্ত্বায় পিষিয়া যাইতেছি ভাই।
যাহা হউক এই চিত্রখানি কোনরূপে মহাবীর্যকে দিতে পারিবে? তাহা হইলে এই হরিহরের দ্বন্দ্ব হইতে এ যাত্রা নিষ্কৃতি পাইতাম। কথা দিতেছি ইহার বিনিময়ে বৌদিকাহিনী সমাপ্ত হইতেই বা ধুম্রগড় সমাপ্ত হইতেই তোমাকে একটী সুন্দর কাহিনী শুনাইব মহাবীর্য্যের তুলিতে।