12-10-2023, 09:49 PM
তিন সহস্রাধিক রেপু লইয়াও তুমি যদি উহা লাগি ভুখা প্যাসা থাক তবে নিন্দুকে তোমায় দামোদর শেঠ বলিয়া দাগিয়া দিবে তাই উহার ক্ষুধা নাই জানিয়া সবিশেষ আনন্দিত হইলাম। তবে পূর্ব্বে যাহা বলিতাম এখনও তাহাই কহিতেছি, কায়া সুস্থ থাকিলে মসী ঘষিতে সমস্যা নাই। আমি নিজে দীর্ঘ্য দিবস দক্ষিণে চিকিৎসাধীন ছিলাম তাই অসুস্থ দেহ জীবন-জীবিকায় কী পরিমাণ বিপর্যয় ডাকিয়া আনিতে সক্ষম তাহা সম্পর্কে সম্যক অবহিত। সামান্য শখের লিখনী সেই বিপর্যয়ের নিকট থমকাইয়া যাইবে উহা তো অবশ্য স্বাভাবিক। শল্য চিকিৎসায় তুমি আশু সুস্থ হইয়া যাইবে উহা লহিয়া আমার মনে কোন দ্বিধা নাই। জগদীশ তোমার মঙ্গল করুন ইহা আমার সদৈব কামনা ।
যাহা হউক, তোমার এই উপন্যাস সম্পর্কে এ যাবৎ আমি সত্ত্য তেমন কিছুই বলিতে পারি নাই। কাহিনীর প্রারম্ভের কীয়ৎকাল বিলম্ব হইতেই আমার কায়া অসুস্থ হইয়া গিয়াছিল এবং দীর্ঘ্যকাল যাবৎ হেথায় অনুপস্থিত ছিলাম। ইত্যবসরে কাহিনী বিস্তর আগাইয়া গিয়াছে। সর্ব্বোপরি ইদানীং কর্ম্মক্ষেত্রে চাপ বাড়িয়াছে, আসন্ন দূর্গাপূজা লহিয়া পারিবারিক কেনাকাটা প্রভৃতি বিবিধ কারণে তেমন সময় বাহির করিতে পারিতেছি না। উপরন্তু আসন্ন বিসিএস পরীক্ষায় আমার দুই ভ্রাতা বসিবে এবং চন্দ্রার এক মাসতুতো ভ্রাতাও বসিবে সুতরাং উহাদিগকে লহিয়া আমাকেও সরস্বতীর আরাধনা করিতে হইতেছে। উহারা বিশেষ করিয়া এই মাসতুতো ভ্রাতাখানি পাশ না করিতে পারিলে শিক্ষক হিসাবে আমি ব্যর্থ তো বটেই পাশাপাশি বিবাহ সঙ্কটে পড়িয়া যাইব। যদিও এইসব বিষয় জনসমক্ষে বলিতে খারাপ লাগিতেছে কিন্তু আমি ইহা চাই না যে তুমি ভাব মহাবীর্য্য ইচ্ছা করিয়া আমার গল্পখানি এত সময় পাইয়াও শেষ করে নাই। তবুও আমি কথা দিতেছি, আসন্ন রবিবার ও মহালয়ায় যেভাবেই হউক সময় বাহির করিয়া তোমার সমগ্র উপন্যাস খানি পাঠ করিয়া আমার যাহা কিছু মতামত সকলই জানাইব। ততদিন ধৈর্য্যং রহু।
যাহা হউক, তোমার এই উপন্যাস সম্পর্কে এ যাবৎ আমি সত্ত্য তেমন কিছুই বলিতে পারি নাই। কাহিনীর প্রারম্ভের কীয়ৎকাল বিলম্ব হইতেই আমার কায়া অসুস্থ হইয়া গিয়াছিল এবং দীর্ঘ্যকাল যাবৎ হেথায় অনুপস্থিত ছিলাম। ইত্যবসরে কাহিনী বিস্তর আগাইয়া গিয়াছে। সর্ব্বোপরি ইদানীং কর্ম্মক্ষেত্রে চাপ বাড়িয়াছে, আসন্ন দূর্গাপূজা লহিয়া পারিবারিক কেনাকাটা প্রভৃতি বিবিধ কারণে তেমন সময় বাহির করিতে পারিতেছি না। উপরন্তু আসন্ন বিসিএস পরীক্ষায় আমার দুই ভ্রাতা বসিবে এবং চন্দ্রার এক মাসতুতো ভ্রাতাও বসিবে সুতরাং উহাদিগকে লহিয়া আমাকেও সরস্বতীর আরাধনা করিতে হইতেছে। উহারা বিশেষ করিয়া এই মাসতুতো ভ্রাতাখানি পাশ না করিতে পারিলে শিক্ষক হিসাবে আমি ব্যর্থ তো বটেই পাশাপাশি বিবাহ সঙ্কটে পড়িয়া যাইব। যদিও এইসব বিষয় জনসমক্ষে বলিতে খারাপ লাগিতেছে কিন্তু আমি ইহা চাই না যে তুমি ভাব মহাবীর্য্য ইচ্ছা করিয়া আমার গল্পখানি এত সময় পাইয়াও শেষ করে নাই। তবুও আমি কথা দিতেছি, আসন্ন রবিবার ও মহালয়ায় যেভাবেই হউক সময় বাহির করিয়া তোমার সমগ্র উপন্যাস খানি পাঠ করিয়া আমার যাহা কিছু মতামত সকলই জানাইব। ততদিন ধৈর্য্যং রহু।