12-10-2023, 01:22 PM
(12-10-2023, 12:21 PM)Bumba_1 Wrote: सेंटी हो के बातें भी, तू कर रहा है सेंटियाँ रे .. এইসব সেন্টু না মেরে, আমার এই সিরিজের একটা ভালো রিভিউ চাই। যেটা তুমি এতদিন পর্যন্ত দিয়ে উঠতে পারোনি লাইক আর রেপুর জন্য भूखी प्यासी নই আমি, তবে মন্তব্য পেতে ভালই লাগে। আর আমার চলে যাওয়ার ব্যাপারটা কোনো খেলা নয়। পুজোর পর আমার একটা মেজর অপারেশন হবে। তাই বিদায় নিতে হবে বন্ধু।
আমি তো এই ফোরামে এসেছি একজন পাঠক হিসেবেই, লেখক হিসেবে তো আসিনি! তাছাড়া আমি এতদিন যে ক'টা উপন্যাস লিখেছি সেগুলো তো কখনো একসঙ্গে শুরু করিনি বা একটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর একটা ধরিনি। দুটো উপন্যাসের মাঝে কম করে দুই থেকে তিন মাসের গ্যাপ ছিলো। সেই মাঝের অন্তরটুকুতে বিভিন্ন লেখকের গল্পে মন্তব্য করে আমি তো পাঠক হিসেবেই কাটিয়েছি, এই ফোরামে। শুধুমাত্র নিজের গল্পের আপডেট দেওয়ার সময় এই ফোরামে এসে মন্তব্য করবো, তারপর আপডেট দেওয়া শেষ হয়ে গেলে লা-পাতা হয়ে যাবো, ওইরকম ধান্দাবাজ লেখক আমি নই .. সেটা তোমরা সবাই খুব ভালো করেই জানো। পুজোর পর অপারেশনটায় বিশাল রিস্ক আছে আমার। আবার না করালেও ভয়ঙ্কর বিপদ। আমার এখন হয়েছে নিচের ছবিটার মতো অবস্থা। তাই যাওয়ার আগে আমার চলমান থ্রেড সমাপ্ত করে দিয়ে তবেই যাবো। আমার এই সিরিজ সম্ভবত কালকেই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তারপর পুজোর আগে পর্যন্ত যে ক'দিন এখানে থাকবো, পাঠক হিসেবেই তো থাকবো।
আমি হয়তো আর আগের মতো লিখিনা বা সেইভাবে আর আসিওনা। ২০১৯ সালের সময় আর আজকের সময়টাও এক নেই। কিন্তু এসবের মাঝেও একটা জিনিস এক রয়ে গেছে আমাদের ক্ষেত্রে। আমাদের পাঠক লেখক সম্পর্ক। তখন তুমি আমার পাঠক ছিলে, আজ আমি তোমার পাঠক বা বলা উচিত গুণমুগ্ধ পাঠক। প্রত্যেক লেখকের লেখায় কিছু একটা বৈশিষ্ট থাকে যেটা তাকে অন্য লেখকদের থেকে আলাদা করে। কেউ খুব উত্তেজক বিবরণ দেয় তো কেউ কিঙ্কি পরিস্থিতি সৃষ্টি করে, কেউ বলপূর্বক মিলন দারুন লেখেন আবার কেউ কথোপকথন এর অংশে জোর দেন। আমি উপরুক্ত কয়েকটা ব্যাপার এতদিন মেনে চলেছি। যেমন গল্পে যেটা প্রয়োজন আরকি। কিন্তু তোমার গল্পের বৈশিষ্ট কি জানো? ডিটেলিং। কোথায়, কিভাবে, কোন মুহূর্তে কি কি ঘটছে সেটার ডিটেলিং। এটা তোমাকে সবার আগে সবার থেকে আলাদা করে এসেছে তারপরে মিলন মুহুর্তর বিবরণ।
আমি বেশি গল্প ফোরামের পড়িনা, আর পড়া হয়ও না। কিন্তু যে কটা পড়েছি আর সত্যিই মন জয় করেছে তাতে বড়ো বড়ো রসালো কমেন্ট দেবার চেষ্টা করি যাতে লেখক আরও ক্ষেপে ওঠে পরবর্তী পর্বের জন্য। কারণ একদিন তো আমিও এটাই চাইতাম কেউ এমন এমন কমেন্ট করুক যাতে হাত বাধ্য হয় পরের লাইন লিখতে। তোমার প্রতিটা গল্প সেই যোগ্যতা রেখেছে যেখানে আমি বাধ্য হয়েছি বড়ো বড়ো কমেন্ট লিখতে। ছন্দমিল বানাতে। তাই লেখক এর সাথে সাথে পাঠক হবার গুরুত্বটা একটু হলেও বুঝি। তাই আমিও বলবো লেখক বুম্বাকে সেইভাবে না পাই, পাঠক বুম্বা যেন হারিয়ে না যায়। সৃষ্টি থ্রেডটা এবার তুমি আরও ভালো করে মন দিতে পারবে। ওটায় তুমি ছোট অনু গল্প লিখতেই পারো। বড়ো গল্প সাংঘাতিক চাপের। বা যেকোনো সৃষ্টি যে কি ভয়ানক চাপের ব্যাপার সেটা হারে হারে বুঝি। মানুষ ভ্যাবাচ্যাকা খেয়ে যায় ওতে। তার ওপর তোমার আমার মতোই দোষ আছে। যা শুরু করবো শেষ করেই থামবো। ওটা আবার আলাদা চাপ বাবা!!
তাই বলছি আগে নিজের ওপর যত্ন নাও। সব ঠিক হয়ে যাবে। কোনো চিন্তা নেই। কিন্তু তার পরেও বিশ্রাম নিতে ভুলোনা। আমাদের কাছে আগে তোমার শরীর তারপরে এসব♥️।
শেষে তোমার এই চলমান গল্পের ক্ষেত্রে আমি আলাদা করে আর কিচ্ছুটি বলবোনা। যেমন একদিন নন্দনা এসেছিলো, তেমনি একদিন বিদায় নিতোই সে। কিন্তু হ্যা এটাই বলবো সে ও বাকি চরিত্র গুলো আমার মনে ছাপ ছেড়ে গেলো। ♥️অপেক্ষায় থাকবো সেই চরম পর্বের।