12-10-2023, 10:01 AM
(11-10-2023, 09:12 PM)Bumba_1 Wrote: যতদিন কোনো উপন্যাস লেখা শেষ না হয়, ততদিন সেই উপন্যাসটা অবশ্যই লেখকের। ওই লেখাটাকে নিয়ে লেখক যা খুশি তাই করতে পারে। রেখে দিতে পারে, আবার মুছেও দিতে পারে। কিন্তু সেটা যখন সম্পূর্ণ হয়ে গিয়ে এই ফোরামে পোস্ট করা হয়ে যায়। তখন ওটা আর লেখকের থাকেনা, সেটা হয়ে যায় এই ফোরামের। তাই আমি মনে করি, আমি চলে গেলেও আমার লেখাগুলো এখান থেকে সরিয়ে দেওয়ার কোনো অধিকার আমার নেই। ওগুলো থেকে যাবে, যতদিন এই ফোরাম থাকবে।
প্লিজ যেও না, থেকে যাও। লেখক হিসাবে না হোক, একজন পাঠক হিসেবেই থেকে যাও এই ফোরামে। তোমার উপস্থিতি এবং মাঝে মাঝে যে দু-একটা উবাচ তুমি দাও, সেগুলোই আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।