11-10-2023, 10:33 PM
এ কী ধরণের যাব যাব খেলা হইতেছে? যদি মনে হয় আমাদিগকে ছাড়িয়া চলিয়া যাইতে পারিবে তাহা হইলে চলিয়া যাও। জানিব, হয় আমাদিগের ভালবাসা মিথ্যা ছিল কিম্বা তোমার আমাদিগের সহিত সম্পর্ক কেবল একটী অভিনয় ছিল। সেইদিন দেখিলাম অবসর লইবে কহিলে, এখন আবার কহিতেছ? সমস্যা কী জ্যেষ্ঠ? আমাদিগের সহিত থাকিতে ভাল লাগিতেছে না? বড় কষ্ট দিলে সত্ত্য কহিতেছি বড্ড কষ্ট পাইলাম।