09-10-2023, 09:30 PM
(08-10-2023, 11:30 PM)Baban Wrote:দেখো ভায়া আমি লেখক তাই আমি মনে করি লেখকের কাছে সবার আগে নিজের সৃষ্টি। আর সেটা সে কিভাবে প্রকাশ করবে সেটার ওপর অধিকার সবার আগে তারই। তাই আমি বলছি তুমি তোমার মতন করে লেখো। যদি সত্যিই মনে হয় পাঠকের কোনো আইডিয়া গল্পের উন্নতির জন্য কাজে লাগানো যায় তবেই তা নিও। নইলে আমার বা কারোর আইডিয়া ব্যবহার করার প্রয়োজন নেই।
আমার কেন জানি সেই জন্যই মনে হচ্ছিলো ওই মিনতির মধ্যে একটা পুরুষ সত্তার সামান্য অংশ লুকিয়ে আছে। সে মানুষ রুপী ক্ষুদার্থ হায়না। বিকৃত উত্তেজনায় পরিপূর্ণ। তাই বলেছিলাম ও মেয়ে না হলে কি কি করতো সেই লোভ দিও কথকের মধ্যে। তার যেন অনেক নোংরা প্ল্যান মাথায় লুকানো থাকে। কারণ আমি বুঝতেই পেরেছি তুমি একটা দারুন উত্তেজক ভিশন নিয়েই মাঠে নেমেছো।
সোহম ভায়া আমার পরে শুরু করেও নিজের যোগ্যতায় বহুদূর এগিয়েছিল। ওর লেখার মধ্যে একটা দারুন কিঙ্কি ব্যাপার ছিল। সেটা কলঙ্কিনীর মা, গুড গার্ল এর অসভ্য কাকু তেও স্পষ্ট।
অবশ্যই পাঠক হিসেবে পাবে। রোজ তো আর আসা হয়না। যখনি আসবো ঢু মেরে যাবো। নিজের গল্পের প্রতি যত্ন নিতে থাকো। লম্পট সুলভ দুষ্টু গপ্পো লিখতে থাকো। ♥️
থ্যাংক ইউ।
