08-10-2023, 11:33 PM
(08-10-2023, 10:15 PM)লম্পট Wrote:
আমার থ্রেডে তোমার কমেন্টটা পড়লাম। এতটা মনযোগ দিয়ে পড়ার জন্য খুবই আনন্দিত। তোমার লেখা সত্যি বলতে আগে সেভাবে পড়িনি। তোমার লেখা সত্যি খুব ভাল এতে কোন সন্দেহ নেই। টেনিদার ভাষায় যাকে বাংলায় বলে হাই ক্লাস। তুমি যে দুজন লেখকের নাম বললে তাদের লেখা আমি পড়েওছি এবং ওই থ্রেডগুলোতে আমি তোমার কমেন্টও দেখেছি। তবে তখন জানতাম না তুমি লিখালিখি কর। আর ওই দুজনের একজন তো দ্বিঘরানায় লেখেন তার দুই ধরণের লিখা পড়েছি আমি, কমেন্টও করেছি। যদিও এই যে দুজনের নাম বললে তাদের মধ্যে একজনের থ্রেডে গিয়ে কদিন আগে আমার খুবই তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, যদিও তাতে লেখকের দোষ ছিল না কিছু, আর অন্যে কে কী বলবে সেটা তাঁর নিয়ন্ত্রণেও নাই তবুও মনে পড়লে মনটা খুব খারাপ হয়ে যায়। ঠিকই আছে, সব ধরণের অভিজ্ঞতা হওয়ায় উচিৎ, শুধু মধুর ঘটনা ঘটলেই হবে। দু'একটা তেতো স্বাদও পাওয়া দরকার।
আমি আসব মাঝে মাঝে সময় করে তোমার থ্রেডে তোমার লিখা গল্পগুলো পড়তে। এই রসভান্ডার তো? অনেক কিছু লিখেছ বললে, দেখলাম ৫১টা গল্প আছে সবগুলোই পড়ব আর জানিয়েও দেব কেমন লাগল কোন গল্পটা। তবে এই ৫১ নম্বরটা পড়ে আমি নিশ্চিত সবগুলোই খুব ভাল লাগবে।
আমি আসলে ওদের কিছুটা আগেই লেখা শুরু করেছি। সোহম, বুম্বাদা , মহাবীর্য্য, বিচিত্রবীর্য, জুপিটারদা (যদিও জুপিটার দার অজাচার গল্পর পাঠক আমি ছিলাম না) এদের প্রত্যেককে চোখের সামনে দেখেছি কিকরে নিজের যোগ্যতায় এতদূর এসেছে। লেখার গুণগত মানটাই আসল। সেটা বার বার প্রমান করেছে এরা। আর আমার আগে যারা ছিল তাদের মধ্যে rupakpolo_1, বৌর্সেস, পিনুরাম, নন্দনা দি......উফফ এদের ব্যাপারে কতই বা বলবো। ♥️
এই সেরেছে। তুমি কি ভাবছো আমি খালি রসভাণ্ডারে রস ঢেলেই গেছি এতদিন? তুমি বোধহয় লক্ষ করোনি আমার থ্রেড সংখ্যা। ওগুলোর মধ্যে রসভান্ডার একটা অনু গল্পের থ্রেড মাত্র। বড়ো ছোট মাঝারি অনু মিলিয়ে কম বুড়ো হলাম না
তবে আমি কখনোই বলবোনা নিজের কাজ ও লেখা ভুলে আমার বা অন্যের লেখা নিয়ে পরে থাকতে। আগে নিজের লেখায় মন দাও। সময়ের ফাঁকে অন্যদের গল্প পড়তে থাকো। নিজের গল্পটাকে আরও আরও উত্তেজিত করে তোলো। ❤