08-10-2023, 10:15 PM
(08-10-2023, 09:07 PM)Baban Wrote: আমি কোনো ডিলে যেতে চাইনি ভায়া। এই গসিপিতে অনেক কিছু পেয়েছি তাই পাওয়ার লোভ আর নেই। অনেক কিছু লিখেওছি। আমি কোনোদিন নিজের থেকে বলতে যাইনা সেই সব পড়তে। কেউ ভালো বাসলে তবেই বলি অন্য গল্পও সময় পেলে পড়তে। আমি একজন লেখক, আর তাই জানি লেখকের কাছে পাঠকের মূল্য কি। আমি অনেকদিন দেখেছি তুমি লেখো, শুধু তুমি কেন অনেকেই নতুন এসেছেন। কিন্তু আমি আর আগের মতো আসিনা তাই পড়াও হয়না। খালি বুম্বা আর মহাবীর্য আর ভৌতিক থ্রেড পড়ি। তুমি আমার গল্প পড়লে অথচ আমি তোমার কিছুই পড়িনি এটা তোমার কাছে নয়, আমার কাছে খারাপ লাগার ব্যাপার। সেটা তোমার ক্ষেত্রে হলেও তুমি তাই অনুভব করতে। তুমিও চাইবে আরও আরও পাঠক তোমার গল্পের সাথে যুক্ত হোক। সেটাই তো কাম্য। তাই আজ সুযোগ যখন পেলাম আর অপেক্ষায় না থেকে তোমার গল্প পুরোটা পড়ে কমেন্ট করে ফেললাম। দারুন লিখছো।
এটা গল্প পড়ার ঠেক, ব্যবসা না হয় বাকি জগৎটার জন্য তোলা থাক।
অনেক অনেক ধন্যবাদ বন্ধুবর ♥️
আমার থ্রেডে তোমার কমেন্টটা পড়লাম। এতটা মনযোগ দিয়ে পড়ার জন্য খুবই আনন্দিত। তোমার লেখা সত্যি বলতে আগে সেভাবে পড়িনি। তোমার লেখা সত্যি খুব ভাল এতে কোন সন্দেহ নেই। টেনিদার ভাষায় যাকে বাংলায় বলে হাই ক্লাস। তুমি যে দুজন লেখকের নাম বললে তাদের লেখা আমি পড়েওছি এবং ওই থ্রেডগুলোতে আমি তোমার কমেন্টও দেখেছি। তবে তখন জানতাম না তুমি লিখালিখি কর। আর ওই দুজনের একজন তো দ্বিঘরানায় লেখেন তার দুই ধরণের লিখা পড়েছি আমি, কমেন্টও করেছি। যদিও এই যে দুজনের নাম বললে তাদের মধ্যে একজনের থ্রেডে গিয়ে কদিন আগে আমার খুবই তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, যদিও তাতে লেখকের দোষ ছিল না কিছু, আর অন্যে কে কী বলবে সেটা তাঁর নিয়ন্ত্রণেও নাই তবুও মনে পড়লে মনটা খুব খারাপ হয়ে যায়। ঠিকই আছে, সব ধরণের অভিজ্ঞতা হওয়ায় উচিৎ, শুধু মধুর ঘটনা ঘটলেই হবে। দু'একটা তেতো স্বাদও পাওয়া দরকার।
আমি আসব মাঝে মাঝে সময় করে তোমার থ্রেডে তোমার লিখা গল্পগুলো পড়তে। এই রসভান্ডার তো? অনেক কিছু লিখেছ বললে, দেখলাম ৫১টা গল্প আছে সবগুলোই পড়ব আর জানিয়েও দেব কেমন লাগল কোন গল্পটা। তবে এই ৫১ নম্বরটা পড়ে আমি নিশ্চিত সবগুলোই খুব ভাল লাগবে।