08-10-2023, 08:56 PM
(08-10-2023, 08:12 PM)Baban Wrote: অনেক ধন্যবাদ লম্পট ♥️
গল্পটা তোমার ভালো লেগেছে জেনে খুশি হলাম। নারীর দৃষ্টিকোণ থেকে যদিও আগেও গপ্পো লিখেছি। তবে তা ইরোটিক নয়, মায়ের গল্প। যাইহোক পারলে বাকি গুলোতেও নজর দিতে পারো। তুমিও লিখছো এবং সাফল্যের সাথেই লিখছো। লিখতে থাকো। আমার আর সেভাবে আসা হয়না আর তবে নিশ্চই তোমার গল্পও পড়বো। ভালো থাকো। ❤
ওরকম ডিল না করায় ভাল। আমি তোমার গল্প এই প্রত্যাশা নিয়ে পড়িনি যে তুমিও বিনিময়ে আমার গল্প পড়বে। আমার গল্প তোমার ভাল লাগলে পড়বে আমি তোমার গল্প পড়লাম বলেই তুমি আমার গল্প পড়বে জীবনে এরকম ডিল করলে সেটা ক্ষতিই ডেকে আনবে। আমি যখন লিখি তখন আমি লেখক, যখন পড়ি তখন শুধু পাঠক এবং আমি খুব বস্তুনিষ্ঠ পাঠক ভাই। ইরোটিক নয় সব ধরণের সব ঘরানার গল্প আমি পড়ি। সময় বের করে বাকী গল্পগুলোও এক এক করে পড়ে ফেলব। আমি পড়লে সেটা তুমি জানতে পারবে।