08-10-2023, 08:39 PM
(08-10-2023, 02:50 PM)Sanjay Sen Wrote: দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আবার গরম বাড়ছে। তার উপর তোমার এই potboiler, পড়তেও ভয় লাগছে, আবার না পরলেও অস্থির লাগছে ভেতরটা। পাগলপারা অবস্থা একেবারে। তারপর শেষে যখন পড়লাম, একটাই কথা বলতে ইচ্ছা করছে - মহারাজা তোমারে সেলাম।
তোমার এই মন্তব্য পড়ার পর প্রথমে ভেবেছিলাম লিখবো .. "তাহলে এত কষ্ট করে পড়ার দরকার নেই আমার গল্প।" তারপর যখন দেখলাম পড়া আর পরা এই দুটোর spelling আলাদা, তখন আর কিছু বললাম না। কারণ র আর ড় এর এই বিষয়টা একমাত্র লেজেন্ডরাই বুঝবে। সবশেষে বলি মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
(08-10-2023, 04:29 PM)বাবাচুদি Wrote:আমি এই পাড়ায় নবজাত শিশু। মাত্র কয়েকটি গল্পই পড়তে পেরেছি। তবু ফ্যান্টাসটিক। সঙ্গে আছি।
proud to be an indian