07-10-2023, 09:25 PM
গল্পের নিচে লিখিত লাইন গুলোর জন্য বলবো মনটা আর মাথাটা পরিষ্কার রাখলেই অনেকটা সুস্থ থাকা যায়। এই লেখার জন্যই যে মাথায় কিরকম চাপ যায় বুঝি। অনিচ্ছা সত্ত্বেও কিছু কথা লিখে ফেলতে হয়। বিশ্বাসের ও চিন্তাধারার বিরুদ্ধে গিয়ে নিজেকে ব্যালেন্স রেখে চলতে হয়। আর এছাড়া বাইরের জগতের হিংস্র রূপ আর জীবন এর মেলবন্ধন তো আছেই। যে কোনো সময় গিলে খেতে প্রস্তুত রাক্ষস থেকে নিজেকে বাঁচাতে বাঁচাতে অনেক সময় সেই শিশুটা হারিয়ে যায়। ওটাকে বাঁচিয়ে রাখো। তাহলেই দেখবে অনেকটা ভালো লাগছে। ♥️