06-10-2023, 08:33 PM
(This post was last modified: 06-10-2023, 09:27 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(06-10-2023, 04:43 PM)মহাবীর্য দেবশর্মা Wrote: গল্প যে বড় অল্প তাতে সন্দেহ নেই কিন্তু তাতে বিন্দুমাত্র এ গল্পের স্বাদ নষ্ট হয় নি। লাফিং ক্লাব একসময় আকাশ বাংলায় আসতো। মিনিট চার পাঁচের এক একটা গপ্পো হত কিন্তু দেখতে খুবই ভালো লাগতো। তোমার এই গল্পটাও কিন্তু বেশ আর বান্টির বাবাকে নিয়ে লেখা হয়েছে বলে হয়তো আরই ভাল লাগল। কিন্তু কোন ফাঁকে লিখে ফেল টের পাই না। মাঝে মাঝে একটা ঘোষণা দিও যেমন আমি দিই তাতে তোমার ভক্ত পাঠক মানে আমাদের ধারণা থাকবে কবে কোন লেখা আসছে।
হ্যা আমিও ওই কৌতুক বেশ কয়েকটা দেখেছিলাম টিভিতে সে সময়। কিন্তু তার মধ্যে এই বিশেষ পর্বটা হেব্বি লেগেছিলো আর মনেও ছিল। সেটার থেকেই অনুপ্রাণিত হয়ে আমার মতন করে পরিবেশন করেছি। বান্টির বাবার যুক্ত হওয়ায় আলাদা মাত্রা পেয়েছে সেটি। অনেক ধন্যবাদ। ❤
আর ঘোষণার কথা বলছো? এই গসিপিতে আসার পর আমিই বোধহয় প্রথম ছিলাম যে দুটো ব্যাপার নিয়ে এসেছিলাম। এক হলো প্রতি পর্বের জন্য প্রচ্ছদ অঙ্কন ও দ্বিতীয় হলো আসন্ন পর্বের ছোট্ট টিজার। বেশি কিছুনা, গল্পকে আরেকটু আকর্ষণীয় করে তোলার জন্য। ব্যাপারটা অনেকেই পছন্দ করে। ও পরবর্তী সময়ে অনেকেই এই আইডিয়া নিজেদের গল্পেও কাজে লাগান।
কিন্তু তা বলে সামান্য অনু গল্পের জন্যও আমি ঘোষণা করবো? এটা ঠিক নয়। অলংকারে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে
তারচেয়ে ভালো সাবস্ক্রাইব রাখো থ্রেডটা। গপ্পো কমেন্ট ইত্যাদি এলে খবর পেয়ে যাবে pm এর মাধ্যমে।