06-10-2023, 05:07 PM
(01-10-2023, 11:37 PM)Akash23 Wrote: হ্যাঁ এই হল মহাবীর্য্য। তুমি আরেকবার প্রমাণ করলে কেন তুমি সেরা। যারা তোমার লেখার স্বাদ পেয়েছে একবার দাদাভাই তারা বারবার তোমার লেখা পড়ার জন্য ছটফট করবে এতে কোন সন্দেহ নেই। বাবান স্যারের সাথে সহমত লেখক নেমেই ছক্কা হাঁকিয়েছেন আবার বুম্বার কথাও ঠিক নিশীথ ও বড়বৌদির মিলন দৃশ্য আরেকটু বর্ণনা করা যেত।
এবার যদি এই বিশেষ পর্ব নিয়ে বলি তাহলে বলতেই হয় প্রত্যাশার তুলনায় অনেক ছোট আপডেট। বিশেষ করে আজকাল যখন সব লেখকেরা বড়ো বড়ো আপডেট দিচ্ছেন তখন তুমি বা কামদেবের পুঁচকে আপডেট মন ভরাতে পারে না। কিছু মনে করো না কিন্তু ধুম্রগড়ের এই আপডেটের জন্য তুমি কিন্তু আমাদের বহুদিন অপেক্ষা করিয়েছো তাই এই কথা তোমাকে শুনতেই হবে দাদাভাই।
এটা ঠিক তোমার প্রত্যেকটা গল্প আর তার প্লট দূর্দান্ত হয় আর এই প্লটের জন্যই পর্বটা সত্যিই মহাবীর্য্য স্বয়ং লিখেছেন সেটা বিশ্বাস করা যায় কিন্তু লেখার বাঁধন? দাদাভাই অনেক দুর্বল কিন্তু, মহাবীর্য্যের বাঁধন নয় বরং আলগা বাঁধন যেন কোনমতে কাজ সেরেছো। আর সেই জন্যই এই পর্ব আমার খুব যে ভালো লেগেছে সেটা বলতে পারছি না। হ্যাঁ শেষের ইডিওপাস কমপ্লেক্সের যে প্রসঙ্গ এসেছে সেটা বেশ ভালো কিন্তু সেটা ততোটাও না যে বাপানের দুঃখ পাঠক ফিল করতে পারবে। সনাতনের প্রসঙ্গ এল কিন্তু তার ভূমিকা কতটুকু গল্পে? স্রেফ রুটি বানানো? তারজন্য তাকে নাম দেওয়ার কী দরকার? বাপানের তো খুব জোরে পেচ্ছাপ পেয়েছিলো তাহলে সে সেটা না করে কাঁদতে গেল কেন? রামানন্দ তো তার গোপন রহস্য পোদ্দারদের বংশধরদের বলবে, তাহলে বড়বৌদির কাছে সব গড়গড় করে বলে দিল কীভাবে? নিশীথ আর বড়োবৌদি সবসময় তো বাপানের সাথে ছিল, তাহলে তারা যে সেক্স করবে সেটা কখন তারা ঠিক করল? বড়বৌদী তো বাড়ীর বড়ো বৌ, সম্ভ্রান্ত পরিবার, নিশ্চয়ই এক লহমায় রাজী হয় নি? এমন বহু প্রশ্ন এই পর্বে তৈরী হল যেগুলো আগের পর্বগুলোতে একবারের জন্যও মনে আসে নি কারণ বাঁধন, লজিক এইসবগুলো এমন ভাবে ছিল। কিন্তু এই পর্বে সেসব হাওয়া। এ যেন সেই খালি ঘরের রহস্য গল্পে মৃত্যুর পর শার্লক হোমসকে ফিরিয়ে আনা, তার মধ্যে আগের শার্লক ভাব নেই। তুমিও যেন সেই ধুম্রগড়কে পাঠকদের চাপে আনতে গিয়ে সব গরমিল করে দিয়েছো। সব মিলিয়ে এই পর্বকে টেনেটুনে পাশ নম্বর দেওয়া যায় তার বেশী না কিন্তু। তবে উপভোগ্য সেটা শুধু একটাই কারণে, লিখেছেন খোদ মহাবীর্য্য।
না না ভুল ভাবলে ভাই, আমি পাঠকদের চাপে ধুম্রগড়ের নতুন আপডেট আনিনি। তুমি মনে হয় ভুলে যাচ্ছো একদম সূচনাতেই আমি বলেছিলাম বড়বৌদির কল্পনা আমার শৈশবে এসেছিল সেকারণেই আজ যখন আমি নিজে লিখতে শুরু করলাম তখন ঐ চরিত্র আনলাম। তাই এটা কারও চাপে নয়, আমার নিজের ভালবাসার জন্য আমি লিখি। এবার তোমার বাকী প্রশ্নের জবাব দিই,
১। সনাতনের প্রসঙ্গ এল সেভাবেই যেভাবে কর্ণেলের গল্পে ষষ্ঠীর প্রসঙ্গ আসে।
২। তোমার মধ্যে যখন কোন কিছুর আবেগ আসে তখন তোমার শারীরবৃত্তীয় ক্রিয়ার উপর তার প্রভাব পড়ে ফলে স্বাভাবিক নিয়মেই বাপানের জলবিয়োগ থেকে মন সরে গিয়েছিল। তোমার বাস্তব জীবনের অভিজ্ঞতা কি বলে এটা অসম্ভব কিছু নাকি অল্প-বিস্তর সকলের জীবনেই এই অভিজ্ঞতা আসে?
৩। গল্পটার এই পর্ব বা তার আগের পর্ব আরেকবার পড়লে বুঝবে নিশীথ ও বড়বৌদি একে অন্যের প্রতি দূর্বল। তাছাড়া, এই পর্বে একটা জায়গা আছে যেখানে নিশীথ সাহেব বড়বৌদিকে বলছেন, যদি বউয়ের মত শুধু রান্না কেন তাহলে বউয়ের সব কাজ করতে কীসের আপত্তি। তাই, এটা বোঝানো হয়েই গেছে যে বড়বৌদি ও নিশীথদা রাত্রিযাপনের কথা বলছে। হ্যাঁ বলতে পার পুরোটা খোলসা না করে ২ ও ২ এ ৪ করার ব্যাপারটা পাঠকদের বোধগম্যির উপর ছেড়ে দিয়েছি।
৪। দুটো জিনিস ভুলে যাচ্ছো। নিশীথ সাহেব পুলিশের ডিএসপি আর দুই বড়বৌদি নিজে সুকুমার পোদ্দারের প্রতিনিধি হিসেবে এসেছেন। তাই রামানন্দ বলবে না কেন বলতে পার?
হ্যাঁ এবারের পর্ব তুলনামূলক ছোট হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন পর পাঠককুল এর চেয়ে বড় আপডেট আশা করবে সেটা স্বাভাবিক। কিন্তু একটা খুব বড় আপডেট অনেক কিছুর উপর নির্ভর করে। সেটা এই পর্বে নেই তাই আপডেট স্বাভাবিক নিয়মেই ছোট। আরেকটা জিনিস ভুলে যেও না, আমি যৌন কাহিনী লিখি না, আমার কাহিনীতে যৌনতা একটা অনুষঙ্গ হিসাবে আসে এবং এ দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। আগামী রবিবার এস বৌদির চুমু হামি থ্রেডে।