06-10-2023, 04:43 PM
গল্প যে বড় অল্প তাতে সন্দেহ নেই কিন্তু তাতে বিন্দুমাত্র এ গল্পের স্বাদ নষ্ট হয় নি। লাফিং ক্লাব একসময় আকাশ বাংলায় আসতো। মিনিট চার পাঁচের এক একটা গপ্পো হত কিন্তু দেখতে খুবই ভালো লাগতো। তোমার এই গল্পটাও কিন্তু বেশ আর বান্টির বাবাকে নিয়ে লেখা হয়েছে বলে হয়তো আরই ভাল লাগল। কিন্তু কোন ফাঁকে লিখে ফেল টের পাই না। মাঝে মাঝে একটা ঘোষণা দিও যেমন আমি দিই তাতে তোমার ভক্ত পাঠক মানে আমাদের ধারণা থাকবে কবে কোন লেখা আসছে।