06-10-2023, 10:00 AM
(05-10-2023, 09:20 PM)Sanjay Sen Wrote: এখানে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টিপাত হচ্ছে, একটু আগে বাড়ি ফিরছিলাম। রাস্তায় একজন আমার স্কুটিটা থামাতে বলে আমাকে জিজ্ঞাসা করল, আচ্ছা বুম্বাকে কি অফিস থেকে তাড়িয়ে দিয়েছে? নাকি তিন মাসের লম্বা ছুটি নিয়েছে ও? শালা এত কান্ড ঘটে যাচ্ছে আমাদের দুনিয়ায়। চন্দ্রযান পৌঁছে গেলো চাঁদে, এশিয়ান গেমসে ভারত এখনো পর্যন্ত ২১টা স্বর্ণপদক জিতে ফেলল (যা এ যাবৎকাল কখনো যেতেনি), সব মিলিয়ে হয়তো ১০০ টার উপর পদক পাবে এবার ভারত (সেটাও একটা রেকর্ড হবে), আইএসএল চলছে, বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়ে গেল, দিল্লিতে করুমচোদগুলো কেলানি খেলো, বন্যায় চারিদিক ভেসে যাচ্ছে। অথচ ওই ক্ষ্যাপাচোদার কোন দিকে কোন খেয়াল নেই, দু-একদিন অন্তর অন্তর গাঁতিয়ে গাঁতিয়ে তিনটে চারটে পাঁচটা করে আপডেট দিয়ে যাচ্ছে। কি ব্যাপার, ওকে একটু জিজ্ঞাসা করবেন তো?
(06-10-2023, 09:37 AM)Bumba_1 Wrote: তোমরা সবাই আমাকে ভালোবাসো, তার জন্য আমি ভীষণ আপ্লুত এবং আনন্দিত। কিন্তু তাই বলে এই কথাটা মানতে পারলাম না। কারোর চলে যাওয়ার জন্য কি কিছু থেমে থাকে না বা কারোর না থাকার জন্য কিছু ভেঙ্গেও পরে না।
নতুন যে ক'জন এসেছেন, তাদের মধ্যে garlicmeter এবং মাগিখোর এই নামের দু'জন তো খুবই ভালো লেখেন। সর্বোপরি নিয়মিত আপডেট দেন (যেটা সব থেকে জরুরী) এঁদের লেখার হাত দুর্দান্ত এবং পাঠক সংখ্যাও প্রচুর। কে বলতে পারে এঁরাই হয়তো পরবর্তীকালে adultery বিভাগটাকে এগিয়ে নিয়ে যাবে! আমার শুভকামনা সবসময় সব বিভাগের লেখকদের জন্য চিরকাল ছিলো, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।
AGREED