06-10-2023, 09:37 AM
(06-10-2023, 09:11 AM)Sanjay Sen Wrote: আরে বোকা ছেলে, আমি মজা করছিলাম এটাও বুঝতে পারলে না? অনেকের নাচা-কোঁদা তো দেখছি এখানে! কমেন্ট পাচ্ছি না লাইক পাচ্ছি না রেপুটেশন পাচ্ছি না বলে কান্না জুড়ে দেয়। তারপর সবাই মিলে কমেন্ট, লাইক আর ডেপুটেশন দিলে একটা ৪ লাইনের আপডেট দিয়ে আবার হারিয়ে যায়। এই তো সব অবস্থা! যে যতই বড় বড় কথা বলুক না কেন, তোমার গল্পের আপডেটগুলো নিয়মিত আসে বলেই non-incest বিভাগের পাঠকেরা মজায় আছে এখনো। তোমার এই গল্পটা শেষ হয়ে গেলে অথবা তুমি এখান থেকে চলে গেলে পুরোপুরি ভেঙে পড়বে এই বিভাগটা। দেখছি তো বাকিদের অবস্থা। দু-একজন ছাড়া, আপডেট দিতে পারছে কোথায় সবাই?
তোমরা সবাই আমাকে ভালোবাসো, তার জন্য আমি ভীষণ আপ্লুত এবং আনন্দিত। কিন্তু তাই বলে এই কথাটা মানতে পারলাম না। কারোর চলে যাওয়ার জন্য কি কিছু থেমে থাকে না বা কারোর না থাকার জন্য কিছু ভেঙ্গেও পরে না।
নতুন যে ক'জন এসেছেন, তাদের মধ্যে garlicmeter এবং মাগিখোর এই নামের দু'জন তো খুবই ভালো লেখেন। সর্বোপরি নিয়মিত আপডেট দেন (যেটা সব থেকে জরুরী) এঁদের লেখার হাত দুর্দান্ত এবং পাঠক সংখ্যাও প্রচুর। কে বলতে পারে এঁরাই হয়তো পরবর্তীকালে adultery বিভাগটাকে এগিয়ে নিয়ে যাবে! আমার শুভকামনা সবসময় সব বিভাগের লেখকদের জন্য চিরকাল ছিলো, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।