06-10-2023, 09:11 AM
(05-10-2023, 09:57 PM)Bumba_1 Wrote: পৃথিবীতে এত লোক থাকতে তোমাকেই ডেকে জিজ্ঞেস করতে গেলো আমার ব্যাপারে? ঢপ মারার আর জায়গা পাওনি! নিজের কথাগুলো অন্য লোকের নামে বলে চালিয়ে দিচ্ছো। गजब बेज्जती है, এরপর যদি আমি আপডেট না দিই, তাহলে সবাই আমারই দোষ দেখবে। সেন মহাশয়ের নয়
বলো বলো, যা খুশি বলে নাও। খুব বেশিদিন তো আর এখানে পাবে না আমাকে!
আরে বোকা ছেলে, আমি মজা করছিলাম এটাও বুঝতে পারলে না? অনেকের নাচা-কোঁদা তো দেখছি এখানে! কমেন্ট পাচ্ছি না লাইক পাচ্ছি না রেপুটেশন পাচ্ছি না বলে কান্না জুড়ে দেয়। তারপর সবাই মিলে কমেন্ট, লাইক আর ডেপুটেশন দিলে একটা ৪ লাইনের আপডেট দিয়ে আবার হারিয়ে যায়। এই তো সব অবস্থা! যে যতই বড় বড় কথা বলুক না কেন, তোমার গল্পের আপডেটগুলো নিয়মিত আসে বলেই non-incest বিভাগের পাঠকেরা মজায় আছে এখনো। তোমার এই গল্পটা শেষ হয়ে গেলে অথবা তুমি এখান থেকে চলে গেলে পুরোপুরি ভেঙে পড়বে এই বিভাগটা। দেখছি তো বাকিদের অবস্থা। দু-একজন ছাড়া, আপডেট দিতে পারছে কোথায় সবাই?