06-10-2023, 01:00 AM
(02-10-2023, 03:33 PM)Kallol Wrote: নতুন আপডেটের সঙ্গে, একটা করে নতুন ধাঁধা যদি আসতেই থাকে তাহলে জট খুলবে কবে? বৌদি দেখছি একেবারে পাকা খেলুড়ে... ইউনিভার্সিটি তে যে কতজনের দফারফা করেছে তাঁর বোধকরি ইয়ত্তা নেই। পুলিশের সঙ্গে ইয়ে... করে, আবার তাঁকেই বলে কি না । তোমার ইয়ে.. তে জোর নেই। দুই পুরুষের মাঝে নারী একজন ই । তাই এবার মনে হচ্ছে বাপান আর নিশীথ বাবুর মধ্যে একটা ইগোর লড়াই শুরু হবে।
সেসব জানতে হলে কল্লোলবাবুকে ফের আসতে হবে ধুম্রগড়ে এই রবিবারের পরের রবিবার। তবে এই রবিবার কিন্তু আসতেই হবে, কারণ বৌদির চুমু হামির চার নম্বর পর্ব আসছে। রিভার্স কাউগার্লের কাহিনী। মনে আছে তো?