05-10-2023, 08:36 PM
(05-10-2023, 06:24 PM)Sanjay Sen Wrote: আপনাকে 'মহান' বলেছি বলে অন্য লেখককে ছোট করা হবে কেন? আমি তো একবারও বলিনি এখানে সব ফালতু লেখক, একা আপনিই সেরা। যা হোক, মজা করলাম আপনি যখন অনুরোধ করছেন তখন আর বলবো না আপনাকে 'মহান লেখক'
এই তো বড়দার মত কথা। মহান লেখক ইত্যাদি জাতীয় অভিধা যেদিন সত্যিই আমার শিরে উঠবে সেদিন আমার বিশ্বাস তুমিও খুশী হবে। কিন্তু সে শ্রাবণ আসতে এখনও অনন্ত আষাঢ়ের অপেক্ষা। ততদিন পর্যন্ত আমি স্রেফ মহাবীর্য/মহাবীর্য্য তার বেশী আর কিছুই না।
(বিঃদ্রঃ একটু ইমোশনালে এসে তুমি করে বলে ফেললাম।)