05-10-2023, 08:28 PM
(05-10-2023, 04:04 PM)Sanjay Sen Wrote: তা কেন হবে? আমি তো চাই in fact যারা তোমার গল্প পড়ে তারা সবাই চায়, তোমার কলম (এখানে অবশ্য কি-বোর্ড) যেন কোনদিন না থামে। এত ভালো একটা গল্প আমাদের উপহার দিচ্ছ, সেটাই বললাম।
আচ্ছা সবাই যে বলছে তোমার গল্পের নায়িকা নন্দনা যেন চরিত্রহীনা না হয়ে যায়, অসতী না হয়ে যায়, যেন শেষ পর্যন্ত ইনোসেন্ট থাকে। যে নারী এর আগে একবার নিজের স্বামী ছাড়া অন্য একজন পুরুষের শয্যাসঙ্গিনী হয়েছে, সে কি আদৌ আর অসতী রয়েছে নাকি ইনোসেন্ট রয়েছে?
লাখ টাকার প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমেই যেটা দেখতে হবে সেটা হলো, কোন সিচুয়েশনে সেই নারী পর পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছে বা জড়াতে বাধ্য হয়েছে! যদি দেখা যায় পরিস্থিতির শিকার হয়ে, কোনো নারীমাংস লোভী দুর্বৃত্তের চক্রান্তের ফাঁদে পড়ে তাকে সেই পুরুষের শয্যাসঙ্গিনী হতে হয়েছে, তাহলে এক্ষেত্রে সেই নারীকে অসতী বা চরিত্রহীনা বলা যাবে না। তারপর দেখতে হবে সেই ঘটনার পর ওই নারীর জীবনযাপন, কথাবাত্রা এবং বডি ল্যাঙ্গুয়েজে কোনো পরিবর্তন এসেছে কিনা। আমার এই উপন্যাসে নন্দনার ক্ষেত্রে এখনো পর্যন্ত তেমন কোনো পরিবর্তন আসেনি। তার মানে সে পরিস্থিতির শিকার হয়েছিলো এবং আগের মতোই সহজ সরল মনের নারীই সে আছে। পরিস্থিতি তার শরীরকে যতই অশুচি করে দিক না কেনো, মন তার পবিত্রই রয়েছে। কিন্তু বন্দনার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তার চরিত্র ১৮০ ডিগ্রি ঘুরে সম্পূর্ণ পাল্টে গিয়েছে। তার মানে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর সে ধীরে ধীরে অসতী হয়ে উঠেছে বা হয়ে উঠতে আরম্ভ করেছে।
এর আরও জলজ্যান্ত উদাহরণ রয়েছে। যেটা বললে এখনই ফট করে বুঝে যাবে। কিন্তু বাইরের কথা এখানে বলতে চাই না, তাই সেই বিষয়ে কিছু বলছি না।