05-10-2023, 06:24 PM
(05-10-2023, 05:53 PM)মহাবীর্য দেবশর্মা Wrote: কী ব্যাপার বলুন তো দাদা! হঠাৎ করেই সবাই আমাকে মহান লেখক বলা শুরু করেছেন কেন? আমি কোন মহান ফহান নই দাদা। ঠিকঠাক লিখতেও পারিনা। ইনিয়ে বিনিয়ে যাহোক কিছু একটা লিখি, না সেইসব গল্পের মাথা আছে না মুণ্ডু। আমার চেয়ে অনেক উঁচুদরের লেখনী ও লেখক উভয়ই মজুত আছে এই ফোরামে এবং তাঁদের আশেপাশে দূরে থাক ধারেপাশে অবধি আমি নেই। এরকম বলবেন না দাদা খুব লজ্জ্বা লাগে একই সাথে অনেক বড় বড় লেখককে ছোট করা হয়ে যায়। ছোট ভাই হিসাবে অনুরোধ রইল।
আপনাকে 'মহান' বলেছি বলে অন্য লেখককে ছোট করা হবে কেন? আমি তো একবারও বলিনি এখানে সব ফালতু লেখক, একা আপনিই সেরা। যা হোক, মজা করলাম আপনি যখন অনুরোধ করছেন তখন আর বলবো না আপনাকে 'মহান লেখক'