05-10-2023, 05:53 PM
(01-10-2023, 05:56 PM)Sanjay Sen Wrote: খুবই ছোট পর্ব। কিন্তু তার মধ্যেও গুছিয়ে খুব সুন্দর করে পুরো ব্যাপারটা ফুটিয়ে তুলেছেন। এটাই একজন প্রকৃত মহান লেখকের পরিচয়। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম, আর তার সঙ্গে লাইক এবং রেপু দিলাম।
কী ব্যাপার বলুন তো দাদা! হঠাৎ করেই সবাই আমাকে মহান লেখক বলা শুরু করেছেন কেন? আমি কোন মহান ফহান নই দাদা। ঠিকঠাক লিখতেও পারিনা। ইনিয়ে বিনিয়ে যাহোক কিছু একটা লিখি, না সেইসব গল্পের মাথা আছে না মুণ্ডু। আমার চেয়ে অনেক উঁচুদরের লেখনী ও লেখক উভয়ই মজুত আছে এই ফোরামে এবং তাঁদের আশেপাশে দূরে থাক ধারেপাশে অবধি আমি নেই। এরকম বলবেন না দাদা খুব লজ্জ্বা লাগে একই সাথে অনেক বড় বড় লেখককে ছোট করা হয়ে যায়। ছোট ভাই হিসাবে অনুরোধ রইল।