05-10-2023, 04:46 PM
(05-10-2023, 04:12 PM)S_Mistri Wrote: হা হা !! যেদিন আমি এখানে আসি তখন আপনি পগারপাড়। মানে আপনি অনির্দিষ্টকালের জন্য সন্ন্যাস নিয়েছিলেন। তাই আপনার সঙ্গে পরিচয় হয়নি।
কিন্তু আমি আপনার গল্প পড়েছিলাম অন্য ওয়েবসাইটে, সেটা অনেক দিন আগে। আমি জানতাম না আপনি এখানে লেখেন। ভেবেছিলাম আপনিও পিনুরামের মত অদৃশ্য হয়ে গেছেন। আপনি যে ফিরে এসেছেন এটাই আমাদের সৌভাগ্য।
তাছাড়া আমিও কিছুদিনের জন্য এখান থেকে উধাও হয়ে গেছিলাম। তাই আপনার সঙ্গে আমার সাক্ষাতটা একটু দেরিতেই হল।।
আমি পরিচয় করিয়ে দিচ্ছি।
মিস্ত্রী সাহেব ইনি হচ্ছেন কুম্ভের মেলায় হারিয়ে যাওয়া আমার মাসতুতো ভাই বিচিত্রবীর্য।
বিচিত্রবীর্য, ইনি হচ্ছেন আমার বন্ধুবর ও সুহৃদ মিস্ত্রী সাহেব।