05-10-2023, 04:04 PM
(This post was last modified: 05-10-2023, 04:05 PM by Sanjay Sen. Edited 1 time in total. Edited 1 time in total.)
(04-10-2023, 10:35 AM)Bumba_1 Wrote: বাকি কথাগুলো ঠিক হলেও শেষেরটা একদমই ঠিক নয় সেন মহাশয়। আমার লেখা প্রথম উপন্যাসটি ছাড়া, বাকি সবগুলোতেই সম্পর্কের মূল্যবোধ সর্বাপেক্ষা অগ্রাধিকার পেয়েছে। অবশ্যই যৌনতা থাকে আমার গল্পে, কিন্তু আমি তো সম্পর্ক নিয়ে গল্প লিখি। সেখানে মূল্যবোধকে হারিয়ে ফেললে, পুরোটাই বৃথা হয়ে যাবে।তা কেন হবে? আমি তো চাই in fact যারা তোমার গল্প পড়ে তারা সবাই চায়, তোমার কলম (এখানে অবশ্য কি-বোর্ড) যেন কোনদিন না থামে। এত ভালো একটা গল্প আমাদের উপহার দিচ্ছ, সেটাই বললাম।
by the way 'এরকম একটা উপন্যাস উপহার দেওয়ার জন্য' মানেটা কি? লেখা শেষ করার আগেই আমাকে 'লাইফটাইম এচিভমেন্ট' দিয়ে দিচ্ছ?
আচ্ছা সবাই যে বলছে তোমার গল্পের নায়িকা নন্দনা যেন চরিত্রহীনা না হয়ে যায়, অসতী না হয়ে যায়, যেন শেষ পর্যন্ত ইনোসেন্ট থাকে। যে নারী এর আগে একবার নিজের স্বামী ছাড়া অন্য একজন পুরুষের শয্যাসঙ্গিনী হয়েছে, সে কি আদৌ আর অসতী রয়েছে নাকি ইনোসেন্ট রয়েছে?